অফবিটপ্রযুক্তিস্বাস্থ্য
Trending

বিশ্বের প্রথম: মানব শরীরে শূকরের কিডনির প্রতিস্থাপন

World's First: Human gets pig kidney transplant

The Truth of Bengal: অসাধ্য সাধন করলেন একদল মার্কিন চিকিৎসক। এই প্রথম বার মানব শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হল। আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একদল শল্যচিকিৎসক এক রোগীর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করেন। বৃহস্পতিবার একথা ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। তবে বৃহস্পতিবার নয় শনিবার হয়েছে ৪ ঘণ্টা দীর্ঘ অস্ত্রোপচার। ৬২ বছরের ওই রোগী দীর্ঘ সময় ধরে কিডনির অসুখে ভুগছিলেন। তাঁর ২টি কিডনি বিকল হয়ে গেছে। এর আগে শূকরের হার্ট মানব শরীরে বসানো হয়েছিল। তবে এবারই প্রথম বার শূকরের কিডনি কোনো মানুষের শরীরে বসানো হল।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক তাৎসুও কাওয়াই বলেন, গোটা বিশ্বেই অঙ্গ প্রতিস্থাপন একটা বিরাট বড়ো সমস্যা। কারণ ঠিকমতো দাতা পাওয়া যায় না। আমরা আশারাখি আমাদের পদ্ধতি যদি সফল হয় তা’হলে ভবিষ্যতে অনেক রোগীর প্রাণ বাঁচবে।
শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপনের আগে তা জিনগত ভাবে মডিফাই করা হয়। শূকরের কিডনি থেকে বাদ দেওয়া হয় মানুষের পক্ষে ক্ষতিকর জিন। কয়েকটি মানব জিন যোগ করা হয়। রিচার্ড স্লেম্যান নামে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

Related Articles