
The Truth of Bengal,Mou Basu: বাংলার বন্য জগৎ নানান বৈচিত্র্যে ঠাসা। দক্ষিণবঙ্গের সুন্দরবনের পাশাপাশি উত্তরবঙ্গের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানেও সমুদ্রপৃষ্ট থেকে ১০,৫০৯ ফুট উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজ মিলেছে। বন দফতরের পাতা গোপন ক্যামেরায় ধরা পড়ে বাঘের গতিবিধি। অক্টোবরে গোপন ক্যামেরায় বাঘের গতিবিধি নজর পড়ার সঙ্গে সঙ্গেই নতুন প্রজাতির মাংসাশী প্রাণীর খোঁজ মিলেছে নেওড়া ভ্যালির জঙ্গলে। প্রাণীটির নাম ইয়েলো থ্রোটেড মার্টেন(Yellow-throated Marten)। ৬ বছর পর বন দফতরের লাগানো গোপন ট্র্যাপ ক্যামেরায় এই প্রাণীর ছবি উঠেছে বলে বন দফতর সূত্রে খবর।
মার্টেনের সঙ্গে ওয়াইল্ড ডগ, জাঙ্গল ক্যাট, রেড পান্ডা, ফ্লাইং স্কুইরেল, ক্লাউডেড লেপার্ড, ইন্ডিয়ান সিবেট সহ আরও অনেক বন্যপ্রাণীর ছবি উঠেছে নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে। গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই ছবিগুলি উঠেছে। নেওড়ার ২২০০ ফুট থেকে ১০ হাজার ৫০০ ফুট উচ্চতার বিভিন্ন জঙ্গলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিডিও ও স্টিল ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই রয়েল বেঙ্গল টাইগারের(Royal Bengal Tiger) ছবি উঠেছিল একাধিকবার।
এবার ইয়েলো থ্রোটেড মার্টেনের ছবি ওঠায় বন দফতরের আধিকারিকরা বেজায় খুশি। এই ইয়েলো থ্রোটেড মার্টেন আত্মরক্ষার্থে এবং নিজের এলাকাকে ধরে রাখতে গলা থেকে একধরনের অ্যাসিড বের করে। অ্যাসিডের ঝাঁঝালো গন্ধে আশপাশে অন্য প্রাণীরা থাকতে পারে না। এরা সাপ, ব্যাঙ, পাখির ডিম, পাখি শিকার করে খায়। এরা নিরস্ত্র মানুষকেও আক্রমণ করে। বন দফতরের লাগানো গোপন ক্যামেরায় যে ছবি উঠেছে তাতে দেখা যাচ্ছে, এক গাছ থেকে আরেক গাছের মধ্যে ২০-২৮ ফুট পর্যন্ত জাম্প করে যাচ্ছে মার্টেন।