অফবিট

২ কোটি বছরের বেশি প্রাচীন জঙ্গলের খোঁজ মিলল পানামা ক্যানেলে

More than 2 million years old forest found in Panama Canal

The Truth Of Bengal, Mou Basu : এ যেন অবিকল পটে আঁকা ছবি। বছরের পর বছর ধরে সবই একই রকম ভাবে রয়ে গেছে। ২ কোটি ২০ লাখ বছর আগের এক প্রাগৈতিহাসিক জঙ্গলের খোঁজ সম্প্রতি বিজ্ঞানীরা পেয়েছেন। প্রাচীন জঙ্গলের হদিশ বিজ্ঞানীরা পেয়েছেন পানামা ক্যানেলে। বিজ্ঞানীদের অনুমান, ২ কোটি বছরের বেশি প্রাচীন এই জঙ্গল হারিয়ে গিয়েছিল কোনো অগ্নুৎপাতের জন্য। তবে ফের Smithsonian Tropical Research Institute এর বিজ্ঞানীরা পানামা ক্যানেলের ওপর বারো কলোরাডো দ্বীপে (Barro Colorado Island) এই প্রাচীন ম্যানগ্রোভ জঙ্গলের খোঁজ পেয়েছেন।

যে সময় চলে গেছে কালের গর্ভে, এই জঙ্গলে ঢুকলে সেই ২ কোটি ৩০ লাখ বছর আগের সময়ের স্বাদ পাওয়া যাবে।
২ কোটি ৩০ লাখ বছর আগে দক্ষিণ আমেরিকান আর ক্যারিবীয় টেকটোনিক প্লেটের মধ্যে সংঘর্ষ হয়। ধীরে ধীরে সমুদ্রের তলা থেকে উঠে আসে ভূখণ্ড। গড়ে ওঠে বারো কলোরাডো দ্বীপ। বিশাল বিশাল আকৃতির গাছ দেখা যায় এই জনমানবশূন্য দ্বীপে। একেকটা গাছের উচ্চতা ছাড়ায় মাটি থেকে ১৩০ ফুট পর্যন্ত। মাটি পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন এটি প্রাচীন ম্যানগ্রোভ বা বাদাবনের জঙ্গল। মিষ্টি জল আর সমুদ্রের নোনা জলের মিশ্রণের কারণে ম্যানগ্রোভ বনাঞ্চল হলেও এই জঙ্গলে গাছের উচ্চতা এত বেশি। এখানে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণও খুব বেশি।

বারো কলোরাডো দ্বীপে ১২১ রকমের প্রজাতির গাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন ম্যানগ্রোভের বৈজ্ঞানিক নাম বিজ্ঞানীরা দিয়েছেন ”Sonneratioxylon barrocoloradoendis”। বিভিন্ন গাছের জীবাশ্মের খোঁজও বিজ্ঞানীরা পেয়েছেন ওই প্রাচীন জঙ্গলে। তা পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন অগ্নুৎপাতের কারণে হারিয়ে যায় এই জঙ্গল। তবে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সমুদ্রের জল, মাটি, ছাই মিশে গিয়ে এমন কঠিন আস্তরণ তৈরি করে যে জীবাশ্ম নষ্ট হয়নি এত বছরেও। সিলিকা ভরতি এই কঠিন আস্তরণ এভাবেই বছরের পর বছর ধরে এক প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যকে রক্ষা করে চলেছে।

 

FREE ACCESS