অফবিট

এই মন্দিরে স্ত্রী লিঙ্গ হিসাবে পুজো করা হয় মহাদেবকে

Mahadev is worshiped as Stri Linga in this temple

The Truth of Bengal,Mou Basu: পূণ্যভূমি ভারতে ইতিহাস, পুরাণ আর ধর্ম, হাতে হাত ধরে চলে। এদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান প্রাচীন মন্দির। যেমন ছত্তিসগড়ের জগদলপুরে রয়েছে এমন এক আশ্চর্য শিবমন্দির যেখানে শিবলিঙ্গকে স্ত্রী লিঙ্গ রূপে পুজো করা হয়। একারণে মন্দিরের নামকরণ করা হয়েছে লিঙ্গমাতা মন্দির। স্থানীয় বাসিন্দারা এই মন্দিরকে লিঙ্গাই মাতা বলে ডাকেন। ছত্তিসগড়ের জগদলপুর জাতীয় সড়কের ওপর ফরগাঁও থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত আলোর গ্রাম।

আলোর গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা রয়েছে। জায়গাটা লিঙ্গাই মাতার মন্দির বলে পরিচিত। এখানে ছোট্ট একটা পাহাড়ের ওপর বিস্তৃত অসমতল ভূমির ওপর এক বিশাল পাথর রয়েছে। পাথরটির আকার বিশাল উল্টো করে রাখা বাটির মতো। এটাকে প্রাকৃতিক এই মন্দিরের চুড়ো হিসাবে ধরা হয়। এর দক্ষিণ প্রান্তে রয়েছে একটা সুড়ঙ্গ যা আদতে গুহার প্রবেশপথ। সংকীর্ণ এই প্রবেশপথ পেরিয়ে গুহার ভেতরে ঢুকতে হয়। এই গুহার ভেতরে বিরাজমান ২ ফুট উচ্চতার শিবলিঙ্গ।

এই শিবলিঙ্গকে সন্তান কামনায় ও সন্তানের মঙ্গলের জন্য স্ত্রী লিঙ্গ রূপে পুজো করা হয়। তবে রোজ পুজো করা হয় না এই প্রাকৃতিক মন্দিরে। বছরে মাত্র একটি দিন পুজো করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির পর প্রথম বুধবার মন্দিরের দরজা খোলে ভোরবেলায়। প্রথমে ৫ জন পূজারী গুহার পাথরের দরজা সরিয়ে ভেতরে ঢোকেন। সকাল পর্যন্ত তাঁরা পুজো-আচ্চা করেন। তারপর পুণ্যার্থীদের প্রবেশাধিকার মেলে। যুগ যুগ ধরে এমন্দিরে শিবলিঙ্গের ওপর ক্ষীর চড়ানো হয় প্রসাদ হিসাবে। এই মন্দিরে পশুবলি দেওয়া হয় না। মদও নিবেদন করা হয় না লিঙ্গাই মাতাকে।

Related Articles