অফবিট

গাছেই ফিরুক সংসারে সমৃদ্ধি! কোন কোন গাছ রাখবেন বাড়িতে?

keep these indoor plants to gain good health and prosperity

Truth Of Bengal: মৌ বসু : সুখ, সমৃদ্ধির কামনা আমরা সকলেই করি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কিছু জিনিস আনলে যেমন ইতিবাচক শক্তির উন্মেষ ঘটে তেমনই ভুল জিনিসে নেতিবাচক শক্তির প্রভাবে ক্ষতি, স্বাস্থ্যহানি, সংসারে অশান্তি দেখা যায়। বাড়িতে গাছ পোঁতা বা টবে গাছ রাখাকে পবিত্র বলে মনে করা হয়। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি, ইতিবাচক শক্তি আনতে পারে গাছও।

বাড়িতে কোন কোন গাছ বিশেষ করে ইন্ডোর প্ল্যান্টস রাখবেন সুখ, সমৃদ্ধি কামনায়—

মানি প্ল্যান্ট: সবুজে পাতায় ঢাকা মানি প্ল্যান্ট একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনই বাড়িতে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি ঘটে। মানি প্ল্যান্ট স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে।

জেড প্ল্যান্ট: ক্র্যাসুলা প্ল্যান্টকে বলা হয় জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্টকে ঘরের মধ্যে রাখাকে শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে জেড প্ল্যান্ট রাখলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে মনে করা হয়। বাড়িতে সুখ, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি থাকে। বাড়ির প্রবেশপথের ডানদিকে রাখুন এই গাছ।

ছোট বাঁশ গাছ: বাড়িতে ঘরের মধ্যে রাখুন লাকি ব্যাম্বু বা ছোট বাঁশ গাছ। লাকি ব্যাম্বুকে শুভ বলে মনে করা হয়। সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক। বারান্দায় বা ঘরের ভেতরে রাখুন লাকি প্ল্যান্ট।

সাদা পলাশ: সাদা পলাশে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। টবে এই গাছ পুঁতলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। সংসারে শ্রীবৃদ্ধি হয়।

স্নেক প্ল্যান্ট: স্নেক প্ল্যান্টকে শুভ বলে মনে করা হয়। ঘরের ভেতরে এই ইন্ডোর প্ল্যান্ট খুব সহজে বেড়ে ওঠে। ঘরের ভেতরের বাতাস পরিশুদ্ধ হয়। সুখশান্তি থাকে।

Related Articles