
The Truth Of Bengal, Mou Basu: ফুল ভালোবাসে না, এমন মানুষ বিরল। বছরে ফুল নানা সময় ফোটে। প্রতিটি ফুলের একটি নির্দিষ্ট
সময় আছে ফোটার। এমন কিছু ফুল রয়েছে যা সারাবছরই কম বেশি পাওয়া যায়। আবার কিছু ফুল কয়েক বছর অন্তর
একবার ফোটে। ভারতের নীলগিরি পর্বতেই এমন এক ফুল ফোটে যা ১২ বছরে একবার ফোটে। কিন্তু এমনও একটি ফুল রয়েছে যা ১০০ বছরে একবারমাত্র ফোটে।
এ ফুল বিরল নয়, অতিবিরল ফুল। এটি এক ধরনের ক্যাকটাস প্রজাতির গাছ। নাম পুয়া রাইমন্ডি। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় এই গাছের দেখা পাওয়া যায়। বলিভিয়া ও পেরুতে এই ফুল দেখা যায়। তবে ভাগ্যে থাকলে তবেই ফুলের দেখা মিলবে।
আন্দিজে পাওয়া যায় বলে একে আন্দিজের রানি বলেও ডাকা হয়। পুয়া রাইমন্ডি ১৬ ফুটের বেশি লম্বা হয়। ফুল ১০০ বছরে একবার ধরে ঠিকই, তবে ফোটে যখন, তখন ৮ হাজার থেকে ২০ হাজার ফুল ধরে এ গাছে। ফুলে ফুলে ভরে যায় গাছের চারিদিক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এই ফুলের গাছ রয়েছে। সেখানে তাকে যত্নে রাখা হয়।
FREE ACCESS