অফবিট

মানসিক অবসাদগ্রস্তদের জন্য আছে নির্দিষ্ট ক্যাফে, কোথায় আছে এমন ক্যাফে জানেন?

A dedicated cafe for the mentally retarded

The Truth Of Bengal : এ হল এমন এক ক্যাফে যেখানে মানসিক অবসাদগ্রস্ত বা উদ্বেগে না থাকলে ঢোকা যায় না। মানসিক অবসাদ বা উদ্বেগে থাকলে অনেকেই অন্যদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেন। অন্যরাও প্রান্তিক ভেবে কষ্ট লাঘব করার বদলে দূরে ঠেলে সরিয়ে দেয় অবসাদগ্রস্তদের। তাই দিন কে দিন অবসাদজনিত অসুখ গভীর মানসিক রোগে পরিণত হয়। ‘মানুষ বড়ো কাঁদছে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও….’। কবিতার এই লাইনকে আপ্তবাক্য হিসাবে সম্বল করেই যেন এগিয়ে চলেছে জাপানের একটি ক্যাফে। মানসিক অবসাদগ্রস্তদের জন্য নির্দিষ্ট এই অভিনব ক্যাফে। জীবনের নানা ওঠাপড়ায় প্রায় প্রতিদিনই আমাদের সবার মনই কমবেশি ক্ষতবিক্ষত হয়। কেউ সমস্যার মোকাবিলা করতে পারে কেউ পারে না যুঝতে।

জাপানের রাজধানী টোকিওতে সিমোকিতাজাওয়া জেলায় আছে ‘Mori Ouchi’ নামক ক্যাফেটি। এই ক্যাফের ট্যাগলাইনও অভিনব, ‘Negative People Only’। ক্যাফে মালিক নিজেই একসময় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এক দশক আগে নিজেই নানাবিধ সমস্যার মধ্যে থাকার সময় তাঁর মাথায় আসে মানসিক অবসাদগ্রস্তদের জন্য নির্দিষ্ট ক্যাফে খোলার কথা। তবে ভাবনাটি বাস্তবায়িত হয় করোনা পরিস্থিতিতে ৩ বছর আগে। ক্যাফে মালিক মনে করেন, কেউ মানসিক ভাবে অবসাদগ্রস্ত থাকলে সে নিজেকে আরও বেশি করে গুটিয়ে নেয়। সংবেদনশীল ও স্পর্শকাতর হয়ে পড়ে। অল্পতেই অন্যের কথায় আঘাত পায়। সে জন্য এমন অবসাদগ্রস্ত মানুষের রিল্যাকস করার জায়গা খুঁজে দিতেই এমন ক্যাফে খোলা হয়।

এই ক্যাফেতে একা একা কোনো মহিলা অবশ্যই যেতে পারে। কিন্তু একা কোনো পুরুষ সঙ্গিনী ছাড়া এই ক্যাফেতে ঢুকতে পারবেন না ক্যাফেতে। এই ক্যাফেতে বাইরে থেকে খাবার আনা যায়। তবে ক্যাফেতে আসা সবাইকে ন্যূনতম একটা পানীয় অর্ডার করতেই হবে। অভিনব এই ক্যাফের ককটেল মেনুও খুব অভিনব। বেজায় লম্বা নাম একেকটা ককটেল মেনুর। ক্যাফেতে আসা অতিথিরা এখানে নিজেদের মতো থাকতে পারেন। তাই Cozy হোম ডেকরের এই ক্যাফে অল্পদিনের মধ্যেই জাপানে জনপ্রিয় হয়ে উঠেছে।

 

FREE ACCESS