জানেন কি কবে থেকে শুরু হল ১ জানুয়ারিতে নববর্ষ পালন
Do you know when the New Year celebration on January 1st started?

Truth Of Bengal: আমরা মুখে ইংরেজি নতুন বছর কিন্তু আদতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি ও নববর্ষ পালনের ক্ষেত্রে ইংরেজদের কোনো স্বীকৃত ভূমিকা নেই। নতুন বছর উদযাপনের ইতিহাস ২ হাজার বছরের পুরনো। প্রাচীন মেসোপোটেমিয়া সভ্যতায় আকিতু (akitu) নামের এক উৎসব পালন করা হত। ১২ দিন ধরে হত উৎসবের উদযাপন। বসন্তে দিন আর এক সমান সমান যেদিন হত ঠিক তার পরের অমাবস্যা থেকে শুরু হত উৎসবের উদযাপন। ব্যাবিলিয়ন সভ্যতায় আবার নতুন রাজার রাজ্যাভিষেক বা আনুগত্য প্রকাশের সঙ্গে জড়িত ছিন নতুন বছরের উদযাপন।
কৃষি, ধর্মীয় আচার অনুষ্ঠান ও তিথি নক্ষত্র বিচার করে নতুন বছরের সূচনা হত। সেই মতো হত উৎসবের উদযাপন। প্রাচীন চিনেও নতুন বছরের সূচনার মাধ্যমে বসন্তের আগমনকে ধরা হত।
প্রাচীন মিশরে জুলাইয়ের মাঝামাঝি সময় সিরিয়াস নামক আকাশের নক্ষত্রকে দেখে নতুন বছরের উদযাপন শুরু করত। প্রাচীন মিশরে প্রতি মাসে ৩০ দিন থাকত। দ্বিতীয় ইসলামিক কালিফা প্রথম উমর চান্দ্র ইসলামিক ক্যালেন্ডার তৈরি করান। নতুন বছর শুরু হত ১ মহরম থেকে। ইসলামিক ক্যালেন্ডারের আরেক নাম হল হিজরি সন। এতে বছরে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে।
প্রাচীন রোমে রোমের শাসক রোমুলাস মারশিয়াস বা মার্চ মাস থেকে নতুন বছরের হিসাব করে ক্যালেন্ডারের প্রচলন করেন। কিন্তু তাতেও ছিল মাত্র ১০ মাস বা ৩০৪ দিন। শীতের কোনো উল্লেখ ছিল না। খ্রীস্টপূর্ব সপ্তম শতকে রোমান শাসক দ্বিতীয় নুমা পম্পিলিয়াসের আমলে ক্যালেন্ডারে ৫০ দিন যোগ হয়। রোমের দেবতা জানুস আর ফেব্রুয়ার নাম থেকে এসেছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের নাম।
রোমান ক্যালেন্ডার চান্দ্র মাস ভিত্তিক। খ্রীস্টপূর্ব ৪৬ বছরে যখন জুলিয়াস সিজার রোমের সম্রাট হন তিনি চন্দ্র নয় সূর্যের ভিত্তিতে নয়া ক্যালেন্ডার তৈরি করতে জ্যোর্তিবিদ ও গণিতবিদ সোসিজেনেসের পরামর্শ চান। খ্রীস্টপূর্ব ৪৫ বছর থেকে রোমে নতুন জুলিয়ান ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়। ১ জানুয়ারি থেকে রোমে নতুন বছরের সূচনা হয়। প্রতি ৪ বছর অন্তর জুলিয়ান ক্যালেন্ডারে অতিরিক্ত দিন ছিল।
রোমান সাম্রাজ্যের অধীনে প্রতিটি জায়গায় জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হত। মধ্য ক্রিশ্চিয়ান অধ্যুষিত ইউরোপে ২৫ ডিসেম্বর বড়দিনের দিন থেকে নতুন বছরের সূচনা হিসাবে ধরা হত। জুলিয়ান ক্যালেন্ডারের ১১ মিনিটের গোলযোগ ১৫ শতকে ক্যাথলিক চার্চের নজরে আসে। সমস্যা মেটাতে ১৫৭০ সালের পর পোপ ত্রয়োদশ গ্রেগরি নয়া ক্যালেন্ডার চালু করেন। নতুন গ্রেগরিয়ন ক্যালেন্ডারেও নববর্ষ শুরু হত ১ জানুয়ারি থেকেই। প্রায় ২০০ বছর এই নয়া ক্যালেন্ডার অনুসরণ করেনি ব্রিটেন ও আমেরিকান কলোনি।
পোপের কর্তৃত্ব অস্বীকার করা হয়। তখন ওইসব দেশে নববর্ষ শুরু হত ২৫ ডিসেম্বর থেকে। শেষ পর্যন্ত ১৭৫২ সালে লন্ডন পার্লামেন্ট বাতিল করে জুলিয়ান ক্যালেন্ডারকে। পরে নন-খ্রিশ্চান অনেক দেশেও গ্রেগরিয়ন ক্যালেন্ডার অনুসরণ করা হয়।