অফবিট
Trending

ভারতের সব থেকে পুরনো ভাষা কী জানেন? কত বছর বয়স সেই ভাষার? জানুন

Do you know the oldest language of India?

The Truth Of Bengal, Mou Basu : বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলে মান্দারিন ভাষায়। সবচেয়ে পুরনো ভাষাও এটি। ৩৩০০ খ্রীস্টপূর্বে চিনে জন্ম এই ভাষার। দ্বিতীয় প্রাচীন ভাষা হল হিব্রু ভাষা। ৩০০০ খ্রীস্টপূর্বে এই ভাষার।ভারতে সবচেয়ে পুরনো ভাষার হল তামিল। এর বয়সও প্রায় ৩ হাজার বছর।

প্রাচীন দ্রাবিড় যুগে সমগ্র দাক্ষিণাত্যের ভাষা ছিল এটি। ফারসি ভাষায় কথা বলে বিশ্বের ১৫ কোটি মানুষ। এর বয়স আনুমানিক ২ হাজার বছর। পশ্চিম এশিয়ার সবচেয়ে প্রাচীন ভাষা হল আরবি। প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে বর্তমানে ২৮টি দেশে ৪২ কোটি মানুষ ব্যবহার করে এই ভাষা।

এর অনেক উপভাষাও আছে। শ্রীলঙ্কা আর সিঙ্গাপুর, এশিয়া মহাদেশের ২টি আলাদা দেশ হলেও সরকারি ভাষা হল তামিল। ভ্যাটিকান সিটির সরকারি ভাষা হল ল্যাটিন। গোটা বিশ্বে মোট ৭ হাজারের কিছু বেশি ভাষা এখন প্রচলিত।

 

FREE ACCESS

Related Articles