অফবিট

বরফের মধ্যে বিকিনি পড়ে নাচ? মহিলার মাথায় কোন ব্যামো হল নাকি?

Dancing in a bikini in the snow? What is the woman's head?

Truth Of Bengal : এই মডার্ন যুগে মানুষ এখন রিলের নেশায় মত্ত। রিল করে কে কত বেশি জনপ্রিয়তা অর্জন করবে সেই দিকেই বেশি ঝুঁকেছে সাধারণ মানুষ। বর্তমানে নানা ধরনের কারণ নিয়ে একের পর এক চলছে রিল বানানোর হিড়িক। এই রিলের কারণে বহু মানুষকে বিপদের মধ্যেও পড়তে হয়েছে। তবুও খামতি নেই। এতো কিছুর পরেও রিল বানানোর চলছে একের পর এক। কেউ কেু সোশ্যাল মিডিয়ায় এই রিল বানিয়ে ভাইরাল হয়েই পরিচিতি লাভ ঘটিয়েছে।

এবার দেখা গেল রিল পড়ে বরফের মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাতে। বলুন তো ভাবা যায়? এমনই ঘটনা ঘটেছে। আর তা এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গেছে এক মহিলা হাড় কাঁপানো শীতের মধ্যে যেখানে বরফ পড়ছে সেই বরফের মধ্যে শুধু বিকিনি পড়ে নাচ করছে। স্বাভাবিক মানুষরা এই দৃশ্য দেখলে হয়তো ভাববেন মেয়েটার মাথায় বুঝি কোন ব্যামো আছে। কিন্তু তেমনটা নয়, মেয়েটি শুধু মাত্র সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার জন্য ঘটিয়েছে এমন কাণ্ড। অনেকেই এই ভিডিয়ো তে নানাবিধ কমেন্ট ও করেছেন। কেউ বলেছেন এইভাবে ভিডিয়ো বানানোর হিড়িক স্বাভাবিক মানুষকেও অস্বাভাবিক করে তুলছে।

Related Articles