অফবিট

এক দম্পতির বিয়ের নেপথ্যে রয়েছে ২০২২ সালে এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট, জানুন বিস্তারিত

Behind the scenes of a couple's wedding is a post made on the X handle in 2022, know the details

The Truth Of Bengal : এখন দেখে শুনে বিয়ে করার জন্য এত দীর্ঘ সময় নেই কারো কাছে। তবে এর মধ্যেও কিছু মানুষ রয়েছেন যারা বাস্তবের মাটিতে একেবারে প্রেম করে তারপর বিয়ে করতে চান। অনেকে আবার কোনভাবেই প্রেমের পরীক্ষায় পাস না করতে পেরে অবশেষে অসহায় হয়ে অনলাইনে ডেটের ভরসায় থাকেন। আজকাল শুধু ডেট থেকে শুরু করে সম্বন্ধ দেখা বিয়ে সবই হচ্ছে ইন্টারনেটের দৌলাতে। তবে এখানে শুধুমাত্র কমেন্ট করে কাউকে ভালোবাসা আর অবশেষে তাকেই নিজের জীবন সঙ্গী বানানো এই ঘটনা হয়তো খুবই বিরল। তবে বিরল হলেও এমনই একটি ঘটনা ঘটেছিল বাস্তবে।

২০২২ সালে উইথ আদান-প্রদানকারী দুজন ব্যক্তি আজ একই সাথে পথ চলছে। হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। আনশুল নামের একজন ব্যক্তি ২০২২ সালে এক্স হান্ডেলে গিয়ে লিখেছিলেন, ” আমার বয়স ২৮ বছর। এখনো পর্যন্ত আমি আরামদায়কভাবে ঘুমোনোর সঠিক অবস্থান খুঁজে বের করতে পারিনি। আমি ঘুমোনোর আগে ভাবি আমার হাত ওয়ারড্রবে রাখা উচিত কিনা।” এই ট্যুইটটি করার পর তিনি হয়তো নিজেই জানতেন না যে সামান্য একটা তুই বদলে দিতে পারে তার জীবন। আনশুলের এই টুইটটের জবাব দিয়েছিলেন দিব্যা নামে এক মহিলা। দিব্যা উত্তরে লিখেছিলেন, ” লোল, একটি সুন্দর বান্ধবী খুঁজুন তারপরে আপনি বুঝতে পারবেন আপনার প্রশ্নের উত্তর।” এরপর এর উত্তরে আনশুল লিখেছিল, ” আমি তাকে পেয়ে গেছি। আমার স্ত্রী সত্যিই খুব সুন্দর ঠিক আপনার মতই।”

 

এরপর কেটে গিয়েছে দীর্ঘ দু’বছর। চলতি বছরে কয়েকদিন আগে আনশুল আরেকটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন, ” তিনি আর দিব্যা আর ডেটিং করছেন না। এরপর দিব্যা এক্স হান্ডেলে আগের একটি পোস্টের রিপ্লাই হিসেবে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দিব্যা ক্যাপশন লিখেছেন, ” অবশেষে আমি বউ হতে চলেছি।”

ছবিতে দেখা যাচ্ছে দিব্যা টুকটুকে লাল একটি লেহেঙ্গা পড়ে রয়েছে। নববধূর সাজে তাকে দেখতে অসাধারণ লাগছে। আর এই পোস্ট শেয়ার করতেই এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা শুভেচ্ছা জানিয়েছেন তাদের। কমেন্টে গিয়ে একজন লিখেছেন, ” জানিনা কে বেশি ভাগ্যবান কিন্তু তোমাদের দুজনের জন্য খুব খুশি আমি। তোমাদের দুজনকেই অভিনন্দন।” অপর এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী কমেন্টে লেখেন, ” তোমাদের আশীর্বাদ করি পরবর্তী জীবন তোমরা যাতে একসাথে এভাবেই সুখী থাকতে পারো।”

Related Articles