খেলার মাঠে জেতা প্রাইজ মানি দিয়ে বাড়ির রাঁধুনিকে ফোন করে দিল এই বালক! কুর্নিশ সকলের

চেন্নাইয়ের এক ছোট্ট বালক খেলার মাঠে জেতা পুরস্কারের অর্থ দিয়ে বাড়িতে রান্নার কাজ করা মহিলার জন্য মোবাইল ফোন কিনেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বালকের এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে পড়েছেন।
বালকের নাম অঙ্কিত। তার বাবা ভি বালাজি। তিনি ছবিটি শেয়ার করে লিখেছেন, “সপ্তাহান্তের টুর্নামেন্টে খেলে ৭ হাজার টাকা পুরস্কার জিতেছে অঙ্কিত। তার থেকে আমাদের বাড়ির রাঁধুনি সরোজের জন্য ২ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনেছে। ছয় মাস বয়স থেকে অঙ্কিতের দেখভাল করছেন সরোজ। বাবা-মা হিসেবে আমি ও মীরা খুব খুশি।”
ছবিতে দেখা যাচ্ছে, হাসি মুখে বাড়ির রাঁধুনি মহিলার হাতে একটি নতুন মোবাইল ফোন তুলে দিচ্ছে অঙ্কিত। সরোজও অঙ্কিতের ভালোবাসায় গদগদ হয়ে পড়েছেন।
অঙ্কিতের এমন ভালোবাসা দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। তারা বালকের মা-বাবাকেও কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “অঙ্কিত আসলেই একজন ভালো মানুষ।” কেউ কেউ লিখেছেন, “অঙ্কিতের মতো সন্তান পেয়ে বাবা-মা ভাগ্যবান।”