চুল পড়ার সমস্যায় ভুগছেন? ঘরোয়া পদ্ধতিতে জেনে নিন রসুন তেলের উপকারিতা
Suffering from hair loss? Know the benefits of garlic oil at home

The Truth Of Bengal, Mou basu: চুলের স্বাস্থ্য রক্ষায় অব্যর্থ অপরিহার্য ওষুধ হল রসুন। নতুন চুল গজাতে ব্যবহার করুন রসুন। সপ্তাহে একবার চুলে ম্যাসাজ করতে পারেন রসুন তেল বা গার্লিক অয়েল। রসুনের তেলের রয়েছে অনেক গুণ। কীভাবে বানাবেন রসুন তেল? কেন তা ব্যবহার করবেন চুলের যত্নে?
রসুনের তেল তৈরি করতে ৮ কোয়া রসুন, আধ কাপ অলিভ অয়েল ও ১টা পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ ছোট করে টুকরো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এতে রসুন যোগ করে পুনরায় ব্লেন্ড করে নিয়ে পেস্ট তৈরি করতে হবে। পরে একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ ও রসুনের পেস্ট দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পেস্ট যতক্ষণ না পর্যন্ত বাদামি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত জ্বাল দিতে হবে। বাদামি হয়ে গেলে আগুনের তাপ থেকে পাত্র সরিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পেস্টটি ছেঁকে নিয়ে তেল বের করে নিতে হবে। এবার রসুন তেল মাথার তালু ও চুলের গোড়ায় ও চুলে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। ৩০-৪৫ মিনিট তেল মেখে মাথায় রেখে দেওয়ার পর হার্বাল শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে এই রসুন তেল।
রসুনের তেল ছাড়াও রসুন ও মধু দিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারেন। এর জন্য প্রয়োজন ৮ কোয়া রসুন ও ১ চামচ মধু। প্রথমে রসুনের কোয়া থেকে রস বের করে নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলের গোড়ায় ভালো ভাবে ম্যাসাজ করে নিয়ে মিনিট ২০ এমন ভাবেই রেখে দিতে হবে। এরপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন অন্তর ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
এছাড়াও রসুনের কয়েকটি কোয়া থেকে রস বের করতে নিয়ে তা সরাসরি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করুন। এরপর হালকা কোনো শ্যাম্পু ব্যবহার করে নিয়ে ধুয়ে নিন।
চুল পড়া আটকায় কাঁচা রসুনের সেরাম। রসুন তেলের সঙ্গে এক চামচ রসুনের রস মিশিয়ে নিন। এরপর একটি তুলোর বল মিশ্রণে ডুবিয়ে নিন। তারপর তা দিয়ে ভালো করে মাথার তালুতে ম্যাসাজ করুন। মিনিট ২০ রাখার পর ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। প্রতিদিন রাতে ব্যবহার করুন।
চুল ভালো রাখতে রসুনের কন্ডিশনার ব্যবহার করতে পারতে। প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর তা গুঁড়ো করে নিয়ে পাউডার তৈরি করুন। এরপর কন্ডিশনারের সঙ্গে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসাবে ব্যবহার করুন। এতে রসুনের রস মেশাতে পারেন। এটি চুল পড়া আটকাতে সাহায্য করে।
FREE ACCESS