লাইফস্টাইল

পুজো শেষ, ৬ উপায় কীভাবে ত্বকের যত্নে ফিরবে স্বাভাবিক জেল্লা

Lifestyel

The Truth of Bengal,Mou Basu: পুজো শেষ। উমার বিদায়ের সঙ্গে সঙ্গেই বাস্তবের দশভূজারা আবার তাঁদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনে ফিরে যাবেন। কর্মরতা হোক কিংবা গৃহবধূ, পুজোর সময় চূড়ান্ত ব্যস্ততার মধ্যে আলাদা করে নিজের ত্বকের যত্নই নেওয়া হয় না। পুজোর সময় প্যান্ডেল হপিং হোক কিংবা বাড়িতে বা বাড়ির পাশে পুজো মণ্ডপে আড্ডা দেওয়া, ব্যস্ততার ধাক্কায় ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয়নি।

তাই জেনে নিন চটজলদি উপায় কীভাবে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা ফিরে আসবে–
১) কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন। ত্বকের ধুলোময়লা পরিষ্কার হবে। ট্যানও দূর হয়। ত্বক উজ্জ্বল, সতেজ হবে।
২) প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে ডাবের জল। মুখ পরিষ্কার করুন ডাবের জল দিয়ে। এটি ত্বককে প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
৩) হাতে সময় কম থাকলে ত্বক পরিষ্কার করতে টমেটোর ওপর ভরসা রাখুন। টমেটো হল প্রাকৃতিক ট্যান রিম্যুভার। রোদে ত্বক পুড়ে গেলে টমেটো যেমন ট্যান দূর করে তেমনই নিমেষে রোদে পোড়ার হাত থেকেও ত্বককে রক্ষা করে টমেটো।
৪) মুখ যে কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। টকদই আর মধু মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর সাধারণ জলে ভালো করে মুখ ধুয়ে নিন ভালো ভাবে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে চোখে পড়ার মতো।
৫) বাঁধাকপি সেদ্ধ করে সেই জল ফ্রিজে রেখে দিন। মাঝেমধ্যে টোনার হিসাবে ব্যবহার করুন। এটি খুব ভালো প্রাকৃতিক টোনার ও ক্লিনজার। ত্বকের মরা কোষ দূর করে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে।
৬) গোলাপ জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ত্বকের ক্লান্তি দূর হবে। ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে।

Free Access

Related Articles