লাইফস্টাইল

টাকা দিয়ে সত্যিই সুখ কেনা যায়! তাহলে ভালোবাসা কি মূল্যহীন? কী বলছে গবেষণা

Money really can buy happiness! So is love worthless? What does research say?

Truth Of Bengal: বর্তমান দিনে অনেকেই ব্যস্ত বিভিন্ন কাজে। অফিস থেকে শুরু করে স্কুল সর্বত্র নিজের সেরাটুকু দিয়ে কাজ করে। তবে তারই মাঝে এক গবেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কথা প্রসঙ্গে অনেকেই বলতে দেখা যায় টাকা দিয়ে সুখ কেনা যায়, সত্যি কি সম্ভব? যদি অনেক সময় এমনও দেখা যায়, পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও মানসিক শান্তি অনেকেই পায় না। তবে টাকা দিয়ে সুখ কেনা যায়  কি যায় না তা নিয়ে তর্কের শেষ নেই। তবে শতাংশের দিক থেকে বেশিরভাগ মানুষই মনে করেন টাকাই সুখের কারণ।

টাকা এবং সুখ উভয় বিষয় নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অফ পেনিসিলিভেনিয়ার হোয়ার্টন স্কুলের সিনিয়র ফেলো ম্যাট ক্লিনসওয়াথ। বিভিন্ন বয়সের মার্কিন নাগরিকদের ওপর সমীক্ষা করা হয়। তারা প্রত্যেকে কোনো না কোনো সেক্টরে কর্মরত। তারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল। তাদের প্রশ্ন করা হয় তারা জীবনের সত্যি কি সুখী। তবেই সমীক্ষায় অন্যতম ধনী ব্যক্তিদের তথ্যের উপর ভিত্তি করে গবেষণাটি করা হয়েছে।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে সমীক্ষায় লক্ষ্য করা গিয়েছে, যাদের আয় বেশি তারা নিম্ন আয়ের মানুষদের তুলনায় অনেক বেশি সুখী । ধনী এবং কম রোজগারের ব্যক্তিদের মধ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বিভিন্ন রকমের থাকায় তাদের সুখের সামগ্রিক পার্থক্য থাকাটাই স্বাভাবিক আপনিও নিশ্চয়ই একমত হবেন। তবে সুখের অনেক মাপকাঠি রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে সমীক্ষক জানাচ্ছেন সুখ টাকা দিয়েই কিনতে পারা সম্ভব। নোবেল জি অর্থনীতিবিদ ড্যানিয়েল তার গবেষণাকে একই কথা বলেছেন। যে ব্যক্তি কাছে ৭৫ হাজার ডলার রয়েছে অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য ৬৫ লক্ষ ২৫ হাজার টাকা তিনি জীবনেও অন্যদের থেকে তুলনা অনেক সুখী।

যদি কারোর জীবনে কত টাকা থাকবে তিনি সুখী হবেন সেটা নির্ভর করছে তার জীবনযাত্রার উপরে। তবে এটা অস্বীকার করার কোন জায়গা নেই যে জীবনে টাকা থাকলে অনেক পরিষেবা খুব সহজেই পেয়ে যাওয়া যায়। এমনকি আপাতকালীন পরিস্থিতিতেও টাকাটাই মানুষকে অনেকটাই বিপদমুক্ত করে। পাশাপাশি মূল্য বৃদ্ধির বাজারে সচ্ছলভাবে জীবনযাপন করতে হলে টাকা যে দরকার সেটা বলাই বাহুল্য। বিচার করলে আপনি বলতেই পারেন টাকা দিয়ে সুখ কেনা যায় এ বিষয়ে কোন সন্দেহ নেই।

Related Articles