বৃহস্পতিতে অর্থ লাভ কার ভাগ্যে? পড়ুন রাশিফল
Who is lucky to gain money on Jupiter? Read horoscope

Truth Of Bengal: আজ ৯ জানুয়ারি, বৃহস্পতিবার। কথায় বলে বৃহস্পতিবার নাকি লক্ষ্মীবার, তাই অনেকেই আশায় থাকেন যে এই লক্ষ্মীবারে তাদের সঙ্গে সবকিছু যেন ভাল হয়। কিন্তু সবার কি ভাল যায়? সে যাই হোক আজ আপনার দিন কতটা লক্ষ্মী হবে জানেন? জানতে আর সারাদিনের সাম্যক ধারনা পেতে দেখুন আজকের রাশিফল।
মেষ: ব্যবসায় খুব ভাল ফলাফলের সম্ভাবনা। শরীরিক অসুস্থতা অনুভব করতে পারেন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। প্রিয়জনের কঠিন কথা আপনাকে আঘাত দেবে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না।
বৃষ: আপনার পাওনা আজ আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথ্যে অপবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা, চিন্তা বৃদ্ধি হতে পারে। আজ মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন, আজ বিপদের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি খুব একটা ভাল কাচবে না আপনার।
মিথুন: এই মুহূর্তে নতুন ঘরের পরিকল্পনা না করাই ভাল। সাংসারিক অশান্তির জেরে মানসিক অবসাদ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি হবে। গুরুজনের কথা না শোনার জন্য সঙ্কটজনক মুহূর্ত আসতে পারে। নিজের আবেগকে নিয়ন্ত্রন করতে শিখুন।
কর্কট: সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা, তবে পরে ভালই কাটবে দুজনের সময়। অন্যের সাহায্য নিতে গিয়ে আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। আপনি আপনার স্বামীর জীবনের খুশির কারণ হতে চলেছেন।
সিংহ: আজ যদি অন্যের সঙ্গে খারাপ ব্যবহার না করেন তাহলে গোটা দিন মানসিক শান্তি অনুভব করতে পারবেন। আপনি আপনার শত্রুর সাহায্য করবেন। প্রেমের সম্পর্ক ভাল হতে পারে। ভ্রমণের শুভ যোগ।
কন্যা: কাজের দিকে অনীহা না বাড়িয়ে ইচ্ছা বাড়ান, এতে আপনারই ভাল। সংসার জীবনে সুখ থাকবে। ব্যবসার দিকে ভাল সংবাদ আসবে। শারীরিক অবস্থার অবনতী হতে পারে, নিজের দিকে খেয়াল দিন।
তুলা: অন্যের বুদ্ধিতে আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঝামেলা মিটে যেতে পারে। গরীব দুঃখীকে কিছু দান করবার জন্য আনন্দ পাবেন আজ। প্রিয়জনের সঙ্গে বিবাদের আশঙ্কা। খুব ছোট খাটো ব্যাপারে সংসারে অশান্তি হতে পারে আজ।
বৃশ্চিক: শরীরিক অসুস্থতার কারণে চিন্তা বাড়বে। সাংসারিক কারণে অধিক ব্যয় হতে পারে। বিপদের সম্ভাবনা আছে একটু সাবধানে থাকুন। বন্ধুদের সঙ্গলাভে আনন্দ বৃদ্ধি হবে, তবে আজ দুঃসংবাদ পাওয়ার সম্ভবনা রয়েছে।
ধনু: বাড়তি অতিরিক্ত খরচের জন্য আর্থিক চাপ অনুভব হতে পারে। কাজের ব্যাপারে শুভ যোগ। গুরুজনের সঙ্গে বিবাদের সম্ভবনা। ব্যবসার দিকে চাপ বাড়তে পারে। পিতার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা।
মকর: মনে আজ বিষণ্ণতা বাড়তে পারে। ব্যবসার দিকে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা। তবে ব্যবসায় লাভ হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব প্রতিকূল।
কুম্ভ: জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিবাদের সম্ভাবনা আছে। নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন।
মীন: অন্যায় আচরণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। বাড়তি আয় হতে পারে, কিন্তু অতিরিক্ত ব্যয়ের কারণে তা থাকবে না। পড়াশোনার জন্য ভাল সময়। আজ ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।