আজকের দিনেলাইফস্টাইল

মাসের শেষে কী রয়েছে ভাগ্যে? জানুন রাশিফল

What is in store for you at the end of the month? Know your horoscope

Truth Of Bengal: কী রয়েছে আপনার ভাগ্যে? কেমন কাটতে চলেছে আজকের দিন? জানতে একনজরে দেখুন আজকের রাশিফল।

মেষ:

কর্মস্থলের পুরনো সমস্যার আজ সমাধান হবে। ব্যবসায় উন্নয়নের শুভ যোগ। তবে আজ ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। সংসারিক সমস্যার সমাধান করতে গিয়ে আজ আপনি নাজেহাল হয়ে পড়তে পারেন। তবে আপনি সমাধান করতে সফল হবেন।

বৃষ:

আজ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। স্ত্রীর উপর অভিমান বৃদ্ধি। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে। প্রেমে কষ্ট পেতে পারেন। আজ কোন দুঃসংবাদ পেতে পারেন। শারীরিক অবস্থার অবনতি।

মিথুন:

অর্থ ভাগ্য স্বাভাবিক থাকবে আজ। এদিন আপনার জন্য পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। কাজের জায়গায় ভাল ভাবে কেটে যাবে। শরীরিক সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণায় কষ্ট। বাড়তি উপার্জনের সম্ভাবনা।

কর্কট:

ব্যবসায় উদ্বেগ বৃদ্ধির সম্ভাবনা। নতুন ব্যবসায় পা বাড়ানোর আগে ভালভাবে চিন্তা করে নিন। আজ বিপদের আশঙ্কা রয়েছে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা। ব্যবসায় ভাল ফল পাবেন। কাজের জন্য বিদেশ ভ্রমনের সম্ভাবনা। কয়েকদিনের মধ্যে আপনার ভাল সময় আসতে চলেছে।

সিংহ:

সন্তানের মতিগতি নিয়ে স্বামী-স্ত্রী আলোচনা। সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি। রাজনীতিতে পদার্পণ করতে পারেন। শত্রুর জন্য সংসারে সবার সঙ্গে বিবাদ।

কন্যা:

ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা। বহুমুখী প্রতিভার জন্য সুনাম। আজ আপনি আপনার কঠর পরিশ্রমের ফল পেতে পারেন। স্ত্রীর জন্য বিবাদের মীমাংসা হতে চলেছে। ব্যবসায় লাভ হবে, তবে সাবধানে পদক্ষেপ নিন।

তুলা:

আজ পরিশ্রম বৃদ্ধি পাবে। শরীরিক সমস্যার জন্য ব্যয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। মানসিক অবসাদ দেখা দিতে পারে। কর্মস্থানে আজ স্বাভাবিক পরিস্থিতি থাকবে।

বৃশ্চিক:

অতিরিক্ত কাজের চাপে শরীরিক কষ্ট অনুভব করতে পারেন। ভ্রমনের জন্য শুভ যোগ। সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি। জমি ক্রয়বিক্রয়ের সম্ভাবনা। পেটের সমস্যা দেখা দিতে পারে।

ধনু:

কাজের জন্য উদ্বেগ থাকলেও ব্যস্ততার জেরে আজ কাজে ক্ষতি হতে পারে। পরিবারের জন্য খরচ বৃদ্ধি। আত্মীয় বাড়িতে আসাতে পারে। অপরিচিত কোন ব্যক্তির থেকে উপকার পেতে পারেন। শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল হবে।

মকর:

শিল্পীদের জন্য ভাল সময় আসছে। কঠর চেষ্টার পর আজ সাফল্য আসতে পারে। শারীরিক সমস্যা বাড়তে পারে। অনেক দিনের সুপ্ত আশা পূর্ণ হতে পারে। বিবাহিত জীবন স্বাভাবিক কাটবে আজ। রাস্তাঘাটে চলার সমায় সাবধানে থাকুন।

কুম্ভ:

কর্মচারীর দ্বারা উপকার। চাকরির জন্য নতুন খবর। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। নিজের অধিকারের জন্য সজাগ হতে হবে। সন্তানের বিবাহের ব্যাপারে চিন্তা। খেলাধূলায় খুব ভাল ফলের আশা করা যায়।

মীন:

বিনিয়োগ বেশি করা ভাল হবে না। প্রতিযোগিতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের জন্য চিন্তা ও খরচ বাড়বে। পড়াশোনার ফল ভাল হবে।কাজের যোগাযোগ হওয়ায় আনন্দ। কর্মস্থানে নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে।

Related Articles