আজকের দিনেলাইফস্টাইল

নববর্ষের প্রথম রবিতে কী রয়েছে ভাগ্যে? জানুন আজকের রাশিফল

What does fate hold for you on the first Sunday of the New Year? Know today's horoscope

Truth Of Bengal: আজ ৫ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের প্রথম রবিবার। কম বেশি আমরা সবাই নতুন বছরে নতুন শুরুর স্বপ্ন দেখি, নতুন পথ খুঁজি। তার জন্য পরিশ্রমও করি। সেই পরিশ্রমের রং আনতে সাহায্য করে আমাদের রাশিও, এমনটাই বলা হয় জ্যোতিষশাস্ত্রে। আর এই শাস্ত্র মতে আজ কী রয়েছে আপনার ভাগ্যে, জানেন? জানতে দেখুন আজকের রাশিফল।

মেষ: আজ আপনার ব্যবসা ও কর্মস্থলে শুভ কিছু ঘটতে পারে। অংশিদারী ব্যবসায় নতুন কেউ যুক্ত হতে পারে। ব্যবসায়ীক কাজে অগ্রগতির সম্ভবনা। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। জীবন সাথীর সাহায্য পাবেন, সংসারে সুখ বৃদ্ধি পাবে। তবে নিজের রাগের উপর নিয়ন্ত্রন রাখুন।

বৃষ: সঞ্চয়ের চেষ্টা করুন, অগ্রগতি আশা করা যায়। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। খাদ্য ও বেকারী ব্যবসায়ীরা ভাল আয় রোজগার করতে পারেন। খুচরো বেচাকেনায় লাভবান হবেন। প্রত্যাশিত ও প্রতিযোগীতামূলক কাজে অগ্রগতি হবে। সব মিলিয়ে দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়।

মিথুন: আর্থিক বিষয়ে ঝামেলার সম্মূখীণ হতে পারেন। ব্যবসায়ীক কাজে দিনটি ভাল যাবে না। আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। অস্থিরতার কারনে কাজে ঝামেলার দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্য ভাল যাবে না।

কর্কট: সরকারী চাকরীতে উন্নতির সম্ভাবনা। কর্মস্থলে কাজের দায়িত্ব বৃদ্ধি। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। গৃহে সুখ বৃদ্ধি হবে। আপনার এই মুহূর্তের মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রন করার চেষ্টা করুন। সন্তানেরা আপনার সম্মান বজায় রাখবে।

সিংহ: ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। আমদানি রপ্তানির কাজে অগ্রগতি আশা করতে পারেন। ঠিকাদারী কাজে নতুন কাজের যোগ রয়েছে আপনার জন্য। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বাড়ির খাবার খান।

কন্যা: পারিবারিক ও গৃহস্থালী কাজে সময় যাবে। আত্মীয়ের সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। সাবধানে গাড়ি চালান। যাত্রাযোগ মিশ্র। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। কোনও বন্ধুর সাহায্যে বকেয়া অর্থ আদায় হতে পারে। বাড়ীতে আত্মীয়ের আগমনের যোগ আছে। সব মিলিয়ে আপনার আজকের দিনটি ভালই যাবে।

তুলা: আজ সন্তানের জন্য কেনা কাটার যোগ রয়েছে। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। আপনার কাজে প্রিয় জনের সাহায্য পেতে পারেন। গার্মেন্টস ও রেডিমেড গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে।

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্রভাবে কাটবে। ব্যবসায়ীক কারণে কোনও পুলিশী হয়রানির সম্মূখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ রয়েছে। আজ ঋণ দান বা ঋণগ্রহণের কোনও করতে হতে পারে। ইন্সিওরেন্স থেকে অর্থ লাভের সম্ভাবনা।

ধনু: চাকরি ও আর্থিক ক্ষেত্রে দিনটি শুভ। সাংবাদিকদের কাজে অগ্রগতি আশা করা যায়। তবে প্রেম নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আদালত সংক্রান্ত কাজ করার সময় সাবধান থাকুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি কাটবে।

মকর: অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক বিষয়ে কোনও নতুন অংশীদার যোগ দেওয়ার সম্ভাবনা। বিবাহিত জীবনে শান্তি ফিরবে। মানসিক ও শারীরিক বল ফিরে পাবেন। আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে।

কুম্ভ: বন্ধু বা ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। মনবাঞ্ছা পূরণ হতে পারে। আজ রোজগার বৃদ্ধি পাবে। চাকরীজীবীদের উপরি পাওনা লাভের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে শুভ যোগ। সব মিলিয়ে এই রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনাময়।

মীন: উচ্চ শিক্ষার জন্য ভাল কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। ব্যবসায়ীক কাজে বা চাকরীর প্রয়োজনে বিদেশ যেতে ভ্রমনের সুযোগ রয়েছে। মামলা মোকর্দ্দমায় আর্থিক ক্ষতির আশঙ্কা। মোটের ওপর এই রাশির জাতক জাতিকার আজকের দিনটি ভালই যাবে।

Related Articles