
The Truth of Bengal: আজকের রাশিফল রবিবার ১২ নভেম্বর চন্দ্র আজ তুলা রাশিতে সঞ্চার করবে। আজ কার্তিক কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি। আজ তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, মহালক্ষ্মী যোগ ও বিশাখা নক্ষত্র। যার ফলে দীপাবলির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দীপাবলির এই শুভ সংযোগে পাঁচ রাশির ভাগ্যোন্নতি সম্ভব। কোন কোন রাশি এই তালিকায় জেনে নিন।
মেষ রাশি
চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দিকে বিশেষ নজর দিতে হবে। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। অকারণে প্রতিবেশীদের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। জাতক-জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সুস্থ থাকার জন্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন।
বৃষ রাশি
আজ আপনাকে কাজের জন্য অল্প দূরত্বে যাত্রা করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ লাভ হতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে কিছু উপকারী পরামর্শ পেতে পারেন।
মিথুন রাশি
গ্রহ সন্নিবেশ অনুযায়ী কাজকর্মে ভাগে্যর অানুকূল্য পাবেন। ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হোন। সরকারি কর্মচারীদের অার্থিক উন্নতি লাভ। লটারি বা শেয়ারে অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সপরিবার অানন্দমুখর দিনগুলি কাটানোর চেষ্টা করুন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের চোট-অাঘাতের জন্য কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে।
কর্কট রাশি
বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা সাফল্য পেতে পারে। খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। ভাইবোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব্যবহারে মানসিক ক্লেশ।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আজ কাজের চাপ বেশি থাকবে, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
কন্যা রাশি
কন্যা রাশির যে জাতকরা প্রেম জীবনে আবদ্ধ, তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ করাতে পারেন। ছোটখাটো ব্যবসায়িকর সমস্যার কারণে চিন্তিত থাকবেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনও কারণে তর্কবিতর্ক হতে পারে। এ সময়ে শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন। কর্মক্ষেত্রে অনুশাসন ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। শত্রু আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থস্থানের যাত্রায় যেতে পারেন। নিজের জিনিসের যত্ন নিন, তা না-হলে পছন্দের জিনিস চুরি হতে পারে। ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে তাতে অবশ্যই সফল হবেন। সন্তানের তরফে ইতিবাচক সংবাদ পাবেন। ব্যবসায়ে অর্থ আগমনে সমস্যা হবে। তা সত্ত্বেও দৈনন্দিন ব্যয় পূরণ করতে পারবেন।
বৃশ্চিক রাশি
সপ্তাহের প্রথমেই বাড়তি খরচের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিজের বা পরিবারের কারও শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি। কোনও প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি হওয়ার সম্ভাবনা। শেয়ারবাজারে বিনিয়োগের আগে বাজার সম্বন্ধে সম্যক ধারণা থাকা প্রয়োজন। হঠাৎ জাতকের মানসিক অবসাদের জন্য কর্মক্ষেত্রে অশান্তি।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা ব্যবসায়ে নতুন সুযোগ লাভ করবেন। নতুন ব্যবসা শুরুর আগে বাবার পরামর্শ নিন। কাজের চাপ ঝেড়ে ফেলার জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেম জীবনে কিছু প্রত্যাশা থাকবে, তবে হতাশ হবেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হওয়ায় চিন্তিত হবেন।
মকর রাশি
মকর রাশির জাতকরা জীবনসঙ্গীর কাছ থেকে সমস্ত ক্ষেত্রে সহযোগিতা লাভ করবেন। সরকারি প্রকল্পের লাভ তুলবেন। পরিবার ও সন্তানের কাছ থেকে ভালো সংবাদ পাবেন। কাপড় ব্যবসায়ীরা দারুণ মুনাফা অর্জন করবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
কুম্ভ রাশি
সপ্তাহটি গতানুগতিক-ভাবে চলবে। জাতকের প্রেমের সম্পর্ক বাড়ির অনেকেই মেনে না নিতে পারে। উত্তেজনার বশে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন না। ওষুধ, লৌহ ও বস্ত্র ব্যবসায়ীর জন্য সুখবর থাকবে। স্ত্রীর আচার-আচরণে পরিবারে অশান্তি দেখা দেবে। এই সময় পাহাড় ভ্রমণ এড়িয়ে চলুন। মাতৃস্থানীয় কারও জন্য চিকিৎসায় ব্যয় হতে পারে।
মীন রাশি
মীন রাশির জাতকরা হঠাৎ কোনও প্রতিকূল সংবাদ শুনে যাত্রায় বেরোবেন। ব্যয় সম্ভব, অনিচ্ছা সত্ত্বেও সেই ব্যয় বহন করতে হবে। বরিষ্ঠ সদস্যের সাহায্যে কোনও কাজ করলে তাতে অবশ্যই সফল হবেন। রোজগারের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হলে স্বস্তি পেতে পারেন। প্রেম জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে।
Free Access