আজকের দিনে

বেশ কিছু বিশেষ পরিবর্তন হতে চলেছে ১২ টি রাশির! জানুন আজ কী কী পরিবর্তন হবে

There are going to be some special changes in the 12 signs! Find out what will change today

The Truth of Bengal : আজ, সোমবার, ৬ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

স্বাস্থ্যের দিক মোটামুটি কাটবে। সন্তানের ব্যবহারের ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। সংসারে শান্তি বজায় থাকলেও রাতের দিকে খানিকটা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহনের দিক থেকে সাবধানে চলতে হবে। অর্থ সমস্যা মিটবে। পেশার ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন।

বৃষ রাশি

পিঠে ব্যথার মত সমস্যা হতে পারে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে দুর্বল লাগতে পারে। আর্থিক অবস্থার খুব একটা উন্নতি নেই। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। নিজের পর্যাপ্ত আয়ের সাথে বাড়তি ইনকামের যোগ রয়েছে। জীবিকার ক্ষেত্রে কোন চাপ থাকবে না।

মিথুন রাশি

স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। দাম্পত্য সম্পর্ক আরও অনেক বেশি উন্নত হবে। আজ কাজ খুব বিচক্ষণতার সাথে করতে হবে। আধ্যাত্মিক আলোচনা আপনাকে শান্তি প্রদান করবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে গতানুগতিক চলবে। শরীর খারাপ থাকার কারণে পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে

কর্কট রাশি

পরিবারের সাথে আনন্দ উপভোগ করবেন। উচ্চ শিক্ষার জন্য ভালো যোগ রয়েছে। বাড়ির বয়স্কদের শরীর নিয়ে চিন্তা থাকবে। অর্থ ভাগ্য শুভ। তবে খরচও থাকবে প্রচুর। ব্যবসার কাজে উন্নতি হবে। জীবিকার জন্য দুপুরের পর একটু বাড়তি খাটনি হতে পারে।

সিংহ রাশি

শারীরিক ক্ষমতা বুঝে ভ্রমণ করার চেষ্টা করুন। আজকের দিনটা একটু হিসেবে ভাবে চলার চেষ্টা করুন। দৌড়ঝাপ শারীরিক অসুস্থতা বয়ে আনতে পারে। পরিবারের সকলের সাথে সদ্ব্যবহার বজায় থাকবে। জীবিকার কারণে ভ্রমন শরীরের কষ্ট বয়ে আনবে

কন্যা রাশি

অতিরিক্ত পরিশ্রমের কারণে মাথা যন্ত্রণা হতে পারে। সমাজের সুনাম বৃদ্ধি পাবে। যে কোন বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে কথা বলুন। কোন হারিয়ে ফেলা জিনিস উদ্ধার হতে পারে। কোন কারনে দয়ার পাত্র হতে পারেন। আজকের জন্য অর্থ ভাগ্য ভালই থাকবে। তবে জীবিকার জন্য শারীরিক পরিশ্রম বাড়বে।

তুলা রাশি

নিজের স্বাস্থ্য ভালো থাকলেও সন্তানের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি থাকবে। নিজের ক্রোধ সংবরণ করার চেষ্টা করুন। যেকোনো প্রকার তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। কাউকে টাকা ধার দেবেন না। সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে কর্মচারীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি

শারীরিক সমস্যার কারণে অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটবে। পরিবারের সুনাম বজায় থাকবে। সংসারে শান্তি থাকবে। অর্থ ভাগ্য খুব একটা ভালো বলা চলে না। পেশাগত কারণে খরচ বাড়তে পারে।

ধনু রাশি

ছোটখাটো আঘাত লাগতে পারে। বাত জাতীয় রোগের জন্য কষ্ট পেতে পারেন। যেকোনো ছোটখাটো শারীরিক সমস্যাকে এড়িয়ে যাবেন না। নিজের ব্যবহার নিয়ন্ত্রণে আনুন। ব্যবসার ক্ষেত্রে লাভের শুভ দিক দেখা যাচ্ছে। অর্থের দিকে কষ্ট ভোগ আছে। ব্যবসার ক্ষেত্রে সকলের সাথে সম্পর্ক ভালো রাখুন। পেশাগত ক্ষেত্রে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন।

১০ মকর রাশি

শরীর মোটামুটি ভালই কাটবে। আপনার কর্মদক্ষতার কারণেই আপনার চাকরির স্থানের শত্রু বৃদ্ধি পাবে। প্রতিকূল পরিবেশ কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সংসারের ক্ষেত্রে অধিক অর্থব্যয় হবে ফলে চাপ বাড়বে। পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। জীবিকার ক্ষেত্রে আনন্দের দিন।

১১ কুম্ভ রাশি

জ্বর সর্দি কাশির মতো ছোটখাটো শারীরিক সমস্যা হবে। পেটের সমস্যায় ভোগান্তি আছে। হাঁটাচলা করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করুন। যেকোনো প্রকার ধর্মীয় আলোচনা আপনাকে শান্তি দেবে। আয়না হলেও ব্যয় বৃদ্ধি পাবে। আবেগের বশে কাজ করলে তা বিপদ আনবে। আর্থিক দি খুব একটা ভালো নয়। পেশাগত ক্ষেত্রে দিনটি ভালো। নতুন কাজের চেষ্টা করুন।

১২ মীন রাশি

রোগের কারণে শারীরিক চাপ বাড়বে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পেরে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্জয়ের ব্যাপারে নজর দেওয়া উচিত। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। নিজের গতিতেই কর্মস্থানে উন্নতি অর্জন করবেন। আর্থিক চাপ থাকবে। সম্পর্কের ক্ষেত্রে চিন্তা বাড়বে। পেশাগত দিকে খাটনি বাড়বে।

FREE ACCESS

Related Articles