সোমে সমস্যা নাকি সমাধান! কী পাবেন রাশির থেকে? পড়ুন রাশিফল
Monday: Problem or Solution! What will you get from your horoscope? Read your horoscope

Truth Of Bengal: দিনের শুরুতে জেনে নিন আজকের গোটা দিনের সাম্যক ধারনা। আজ কেমন কাটবে আপনার দিন। কোন বাধার সম্মুখীন হবেন না তো? জানতে পড়ুন আজকের রাশিফল।
মেষ: আজ সারাদিন আপনার মুখে হাসি লেগে থাকবে। আজ এই রাশির ব্যাক্তিরা উন্নতি করতে পারবেন। প্রেমে পড়ার যোগ রয়েছে। আজ কাজে মন বসতে চাইবে না। কিন্তু তাও যদি মন দিয়ে কাজ করেন তাহলে কর্মক্ষেত্রে সুনাম পাবেন।
বৃষ: বোনের বিবাদের যোগ। আর্থিক দিক থেকে আপনি উন্নত হতে পারেন। জীবনে বিশেষ কেউ আসতে পারে আজ। শারীরিক দিক আজ ভাল যাবে। সাংসারিক জীবন ভাল কাটবে। ব্যবসায়ও আয়োর সুযোগ। কিন্তু মনে রাখবেন আপনার খারাপ ব্যবহার সব কিছু নষ্ট করতে পারে।
মিথুন: বাবার পরামর্শ কাজে দেবে আজ। আজ আপনার উন্নতি আপনার সম্মুখে আসবে। আজ নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে পরিবার ও বন্ধুরা আপনার সঙ্গ দিতে ও সঙ্গ পেতে ব্যতিব্যস্ত।
কর্কট: আজ স্বপ্ন পূরণের দিন। বন্ধুদের সাহায্যে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার ব্যবহারের কারণে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। ভালোবাসার মানুষের থেকে উপহার পেতে পারেন।
সিংহ: কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্মী ও সহকর্মীদের থেকে সমর্থন পেতে পারেন। আজ বিশেষ কাজ থাকতে পারে। নতুন কোন ভাবনা থাকলে আজ তা বাস্তবিক করার চেষ্টা করতে পারেন। খেলাধূলায় নিয়োজিত থাকুন। দীর্ঘদিনের বকেয়া অর্থ আজ ফেরত পেতে পারেন। দীর্ঘদিনের বকেয়া অর্থ আজ ফেরত পেতে পারেন।
কন্যা: ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। আপনার মিষ্টি হাসি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবেন আজ। আজ সমস্ত আকর্ষণের কেন্দ্র বিন্দু হবেন আপনি। ব্যবসা ও কর্মক্ষেত্রে শুভ যোগ। শিক্ষাক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনা।
তুলা: আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি মনোনিবেশ দেওয়া উচিৎ। ব্যবসার বিষয়ে বন্ধুর পরামর্শ অনুযায়ী চলে সমস্যায় পড়তে পারেন, তাই পরামর্শ অবশ্যই নিন কিন্তু ভেবে চিন্তে পদক্ষেপ নিন।
বৃশ্চিক: অচেনা ব্যক্তি এবং বন্ধুদের থেকে আজকের দিনে একটু দূরে দূরে থাকুন। আপনার সুন্দর উপস্থাপনার কারণে কাজের জায়গায় সুনাম হতে পারে। পূর্বের পরিশ্রমের ফল আজকে পেতে পারেন। ব্যবসায় আয়ের সম্ভাবনা।
ধনু: কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালোভাবে বিবেচনা করে নেবেন। হটকারিতা করে কোন সিদ্ধান্ত নেবেন না। প্রেমে পড়ার যোগ। পুরোন বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। সোনার গহনা কেনার সম্ভাবনা রয়েছে।
মকর: অর্থ সংক্রান্ত বিনিয়োগে অন্যদের পরামর্শ নিন। আনন্দ এবং ব্যবসাকে দুই জায়গায় রেখে এগিয়ে চলুন। অতিথির আগমন হতে পারে। কর্মজীবন ও সাংসারিক জীবন আলাদা করতে শিখুন।
কুম্ভ: এই রাশির ব্যক্তিরা আজ বাড়ির বড়দের থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কাজের জায়গায় নিজের চোখ কান খোলা রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন।
মীন: আজ প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুর সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা আজ আপনার পাশে থাকবে। শারীরিক অবনতীর সম্ভাবনা। ব্যবসায় শুভ যোগ।