শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে শুভ যোগ, লক্ষীলাভ হবে এই ৫ রাশির জাতকের
Good Yoga on Chaturdashi Tithi of Shukla Paksha, Luck will be gained for these 5 zodiac signs.

The Truth Of Bengal : আজ ২২ এপ্রিল, সোমবার। পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। কালও চাঁদ সারাদিন কন্যা রাশিতেই বিরাজ করবে। তার সঙ্গে কাল বেশ কয়েকটি শুভ যোগের সৃষ্টি হবে। এই শুভ যোগগুলি হল রবি যোগ ও হর্ষণ যোগ। এর পাশাপাশি কাল সোমবারে প্রথমে থাকবে হস্তা নক্ষত্র ও পরে চিত্রা নক্ষত্রের প্রভাব। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ: শত্রুরা কাল মহাদেবের কৃপায় মেষ রাশির জাতকদের সামনে পরাজিত হবে। সামাজিক জনসেবামূলক কাজেও কাল অংশ গ্রহণ করবেন আপনি। যাঁরা চাকরির চেষ্টা করছেন তাঁরা কাল নতুন চাকরির খোঁজ পেতে পারেন। পরিবারে সুখ থাকবে।
বৃষ : কোথাও আপনার নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে।
মিথুন: শত্রুরা আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করলেও তারা সফল হতে পারবে না। নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারবেন মিথুন রাশির জাতকরা। আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন।
কর্কট: মানসিক অস্থিরতার যোগ। অতিরিক্ত কোনও ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ পেতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা।
সিংহ : মহাদেবের আশীর্বাদে সরকারি প্রকল্প থেকেও লাভবান হতে পারেন। যে বিষয়গুলি এতদিন আপনার কাজ বাধা তৈরি করছিল, সেই সব বাধা এবার কেটে যেতে পারে। সিংহ রাশির ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় সাফল্য লাভ করবে।
কন্যা: চাকরির স্থানে কারও সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যশক্তি আপনাকে রক্ষা করবে। কথা খুব কম বলবেন।
তুলা : চিত্রা নক্ষত্রের প্রভাবে বড় কোনও সাফল্য অপেক্ষা করছে তুলা রাশির জাতকদের জন্য। নিজের জ্ঞান ও বুদ্ধির জোরে সব বিপদ কাটিয়ে উঠবেন আপনি। কেরিয়ারে কাল বড় উন্নতি করার যোগ আছে তুলা রাশির জাতকদের।
বৃশ্চিক : প্রেম জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে। সন্তানের তরফে হতাশাজনক সংবাদ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনও মনোমালিন্য চললে তা আলোচনার মাধ্যমে দূর করুন। নতুন গাড়ি কেনার ইচ্ছা পুরো হবে।
ধনু : কর্মক্ষেত্রে নিজের কাজ হাসিল করতে সফল হবেন। ব্যবসায়ীদের জন্য দুর্বল দিন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা এবার ফিরে পাবেন।
মকর: অফিসে কারও সঙ্গে মনের কথা ভাগ করে নিলে, পরে লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক হলে সুযোগ পেতে পারেন। উৎসাহের সঙ্গে কাজ সম্পন্ন করবেন।
কুম্ভ : কুম্ভ রাশির জাতকরা সব বিষয়ে নিজের বন্ধুদের পাশে পাবেন। আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে। ব্যবসাতেও লাভ বাড়বে কুম্ভ রাশির জাতকদের।
মীন: সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করে থাকলে বাবার সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন। দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে।