আজকের দিনে
Trending

এক নজরে দিনের সেরা

Best news of the day

The Truth Of Bengal : ১। সোমবার তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসকের কার্যালয় লাগোয়া সভামঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেন তিনি। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

২। মার্চেই তৃতীয়বার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। পাঁচ মার্চ ফের প্রধানমন্ত্রী আসবেন কলকাতায়। ৯ মার্চ উত্তরবঙ্গের সরকারি অনুষ্ঠান প্রধানমন্ত্রীর। শিলিগুড়িতে ও জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্চের শুরুতেই রাজ্যে ৩ দফায় ভোট প্রচারের প্রধানমন্ত্রী।

৩। ‘একদিনে নির্বাচন করতে হবে’। দাবি জানাল তৃণমূল কংগ্রেস। কমিশনের সঙ্গে বৈঠকের পর দাবি তৃণমূলের। ‘বিজেপির সুবিধার জন্য একাধিক দফা করা হয়েছে’ বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপত্তির কথা জানাল তৃণমূল।

৪। ভূপতিনগর থেকে বাজেয়াপ্ত বাজি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে বাজি বাজেয়াপ্ত করা হয়। বিপুল পরিমাণ বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার। বাজি বাজেয়াপ্ত করল ভূপতিনগর থানার পুলিশ। বাজেয়াপ্ত বেশ কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জাম। অভিযানে উদ্ধার করা হয় ১৭ কেজি বারুদ।

৫। প্রতিশ্রুতি অনুসারে কাজ রাজ্য সরকারের। মাথার উপর পাকা ছাদ পেলেন ১৬ টি পরিবার। ৬ কোটি ৮০ লক্ষ টাকা সরকারি অনুদান মিলতেই বোলপুরের ধুলোডাঙ্গা রোডে মোট ১০ টি জি প্লাস থ্রি আবাসন নির্মাণ কাজ সম্পন্য।

৬। সন্দেশখালিতে নামলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকাল থেকে শুরু হয় রুট মার্চ। বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত হাটখোলা বাজার রামপুর বাগদি পাড়া সরবেড়িয়া ধামাখালি রোডে একাধিক এলাকায় গাড়ি করে বাহিনী টহল শুরু করেছে।

৭। হিম ঘরে আলুর বন্ড নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে আহত হলেন এক মহিলা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার একটি হিমঘরে। আহত মহিলা ধূপগুড়ি মহকুমার মল্লিকশোভা এলাকার বাসিন্দা। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

৮। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাশত রায়নগর বিবেকানন্দ পল্লীর ঘটনা। পন না পেয়ে অত্যাচার ও খুনের অভিযোগ পরিবারের। গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

৯। রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। আসানসোল উত্তর থানার ৭নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকার ঘটনা। মৃত ব্যাক্তি আসানসোলের পুরানো স্টেশন মিস্ত্রি পাড়ার এলাকায় বাসিন্দা। মৃত ঐ যুবক রেলে হকারী করতো বলে জানাগিয়েছে।

১০। ১০ দিন ধরে নিখোঁজ শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামের এক যুবক। বছর একুশের শেখ নবিকে খুঁজতে পুলিস কুকুর নিয়ে যাওয়া হয় এলাকায়। ড্রোন ক্যামেরা নিয়ে তল্লাশি করেও তাঁর হদিশ মেলেনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রচণ্ড উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে যুবকের পরিবার।

১১। লোকসভা নির্বাচনে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই দলের নেতা-নেত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনে টিকিট না পেয়ে এবার রাজনীতি ছেড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ফলে ভোটের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির।

১২। আটবার ইডির সমন এড়ানোর পর অবস্থান বদলালেন অরবিন্দ কেজরিওয়াল। ১২ মার্চের পরে  ইডির মুখোমুখি হতে চান বলে জানিয়েছেন আপ সুপ্রিমো। ইডির দায়ের করা অরবিন্দ মামলার শুনানি রয়েছে আগামি ১৬ মার্চ। তার আগেই নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন কেজরি।

১৩। তীব্র জলসংকটের মাঝেই অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে  বেঙ্গালুরু। এই সময় বেঙ্গালুরুতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকলেও এবারে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।  ফলে অসময়ে গরম থেকে বাঁচকে নির্দেশিকা জারি করেছে কর্ণাটকের স্বাস্থ্যদপ্তর।

১৪। মোদি জমানায় ভারতে বেকারত্ব বাড়ছে। পাকিস্তান, ভুটান, বাংলাদেশের চেয়েও ভারতের পরিস্থিতি খারাপ। রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়র জনসভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে তোপ রাহুল গান্ধির।

১৫। আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বাঙালি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের। কি কারণে মৃত্যু জানতে তদন্ত শুরু করেছে সেন্ট লুইসের পুলিশ। সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার বার্তা শিকাগোর ভারতীয় দূতাবাসের।

১৬। আবার ‘দিল্লি চলো’র ডাক, ১০ মার্চ ‘রেল রোকো’র ঘোষণা কৃষকদের,বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত ‘রেল রোকো’ কর্মসূচি ডাক। বিক্ষোভের ঝাঁজ বৃদ্ধির পরিকল্পনা কৃষকদের।

১৭। বউ বদলের গল্প ‘লাপাতা লেডিজ’, মজার ছলে গল্প বলে আধুনিক সমাজ ব্যবস্থায় কষিয়ে চড় মেরেছেন পরিচালক কিরণ রাও। তাই একদম আনকোরা টিম নিয়েও দর্শকের মুখে হাসি ফোটাল আমির-কিরণ জুটির লাপাতা লেডিজ।

১৮। অনন্ত অম্বানী আর রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ উদ্‌যাপন নিয়ে তোলপাড় গোটা দেশ। ‘কোই মিল গয়া’ নাচলেন অনন্ত-রাধিকা, ‘ব‍্যাকআপ ডান্সার’ বলিউডের প্রথম সারির এক নায়ক।

১৯। আইপিএলের আগে খারাপ খবর শুভমন গিলের দল গুজরাত টাইটান্সের কাছে। দলের ক্রিকেটার রবিন মিঞ্জ বাইক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে রবিনকে।

২০। রঞ্জি ট্রফিতে একসময়ে রাজস্থানের হয়ে ওপেন করতেন। মাত্র ৪০ বছর বয়সেই প্রয়াত ক্রিকেটার রোহিত শর্মা। শোকের ছায়া ক্রিকেট মহলে।

 

FREE ACCESS

Related Articles