সতর্ক থাকুন বুধে, হাতছাড়া হতে পারে আপনার কাজ! দেখুন রাশিফল
Be careful, Mercury, you may lose your job! See horoscope

Truth Of Bengal: আজ ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার। আজ কী রয়েছে আপনার ভাগ্যে! জানতে দেখুন আজকের রাশিফল।
মেষ : কর্মস্থলে যে কোনো ধরনের অবহেলা বা খামখেয়ালিপনার জন্য বড় ধরনের মাশুল দিতে হবে। প্রিয়জনের মনরক্ষা করে চলার চেষ্টা করুন। বিদেশ সফরের সুযোগ রয়েছে। আজ নতুন কোনো কাজে হাত দেয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ : আপনার শব্দ প্রিয় মানুষের সঙ্গে নষ্ট করে দিতে পারে। যানবাহনে ও বৈদ্যুতিক কাজে সচেতন থাকুন, বিপদের সম্ভাবনা আছে আজ। ব্যবসায় মনোযোগ দিন। নিজেরও খেয়াল রাখুন।
মিথুন : আর্থিক যোগাযোগের দিকটি আপনাকে আশাবাদী করে তুলতে পারে। আজ একটু অলসভাব দেখা দেবে আপনার মধ্যে। কাজ সম্পাদনের জন্য আজকের সকালটি খুব ভালো হবে।
কর্কট : বৈদেশিক বিভ্রান্তিকর তথ্য আপনাকে অস্থির করে তুলতে পারে। অধীনস্থদের ওপর কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিত হওয়া যাবে না, আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুদের সহযোগিতা উপকারে আসবে।
সিংহ : দিনটি আজ স্বাভাবিক, অন্য সাধারন দিনের মতো কেটে যাবে। আজ কঠর পরিশ্রম আপনাকে ঘিরে ধরতে পারে। আর্থিক কোনো সুখবর আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে।
কন্যা : পেশাগত উন্নতির লক্ষ্যে আজ নতুন কোনো ব্যতিক্রমী পেশায় হাত দিতে পারেন। কোনো কাজে হাত দেয়ার আগে ঠাণ্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিন। বিয়ের শুভ যোগ রয়েছে।
তুলা : প্রতিটি কাজই সতর্কতার সঙ্গে সম্পাদন করতে হবে। সামান্য ভুল দীর্ঘমেয়াদি জটিলতার তৈরি করতে পারে। প্রশাসনিক কাজে আবেগের পরিবর্তে কঠোর মনোভাব বজায় রাখুন। প্রেম ও রোমান্স শুভ।
বৃশ্চিক : আজ নিকটাত্মীয়ের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে, নিজের স্বস্থ্যের খেয়াল রাখুন। বাবা-মায়ের কথার অবাধ্য হওয়ার আগে বুঝুন তারা কী বলতে চাইছে। অর্থলাভের সম্ভাবনা।
ধনু : কাজে সফলতা পাবেন আজ। সাংস্কৃতিক ও বিনোদনমূলক কাজে অগ্রগতি হবে। মনের জোরে আজ আপনি কঠিন কাজও সম্পূর্ন করে ফেলবেন।
মকর : কর্মহীনদের আজ কর্মসংস্থানের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। আর্থিক উন্নতির যোগ। অংশিদারি ব্যবসায় নতুন কেউ যোগ দিতে পারে। বাইরে বেরোলে চারিদিকে চোখ কান খোলা রাখুন।
কুম্ভ : মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা। বৈষয়িক কাজে প্রিয়জনের সহায়তা পেতে পারেন। জমিজমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাপারে আজ কোনো পদক্ষেপ না নেয়াই উত্তম হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, সাবধানে পদক্ষেপ নিন।
মীন : কাজের দিকে আরও মনোযোগ দিন। দূর যাত্রার সম্ভাবনা, তবে যাওয়ার আগে কাউকে সঙ্গে নিন। অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। শিক্ষার্থিরা পড়াশোনার দিকে নজর দিন।