আজকের দিনে

শুক্র-মঙ্গলের যুতির ফলে ধনলক্ষ্মী যোগে টাকার পাহাড়ে থাকবেন কোন ৪ রাশির জাতক?

As a result of the combination of Venus and Mars, which 4 zodiac signs will be in the mountain of money in Dhan Lakshmi Yoga?

The Truth Of Bengal: আজ ১৫ মার্চ , শুক্রবার। আজ প্রীতি যোগ, শুক্র-মঙ্গলের যুতির ফলে ধনলক্ষ্মী যোগ ও কৃতিকা নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ: পৈতৃক সম্পদ পাবেন। বাধা দূর হবে। আপনি সামাজিক বা রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে চাকরের সুখ পাবেন। পরিবারে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন এবং সাহচর্য পাবেন।

বৃষ : কর্মক্ষেত্রে কোনও কারণে আধিকারিকদের ওপর রাগ হতে পারে। তাঁদের দেওয়া কাজ সময়ের মধ্যে পূরণ করবেন। বাইরের ব্যক্তির সঙ্গে নিজের চিন্তাভাবনা প্রকট করলে পড়ে তাঁরা সেটির বিষয়ে হাসিঠাট্টা করতে পারেন।

মিথুন : স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ব্যক্তিগত বিষয়ে কোনও গাফিলতি করবেন না। দুপক্ষের কথা শুনে পারিবারিক বিবাদের সমাধান করুন। ব্যবসার কাজে যাত্রা করতে পারেন।

কর্কট : দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে। দায়িত্বকে ভয় পাবেন না। দায়িত্ব পূরণের চেষ্টা করবেন। জমি, বাড়ি কেনার সময়ে সব দিক ভালোভাবে যাচাই করে নিন।

সিংহ: বরিষ্ঠরা এই রাশির চাকরিজীবী জাতকদের কাজে সন্তুষ্ট থাকবেন। কারও ওপর অধিক বিশ্বাস করলে লোকসান সম্ভব। অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, কারও কথায় কান দেবেন না।

কন্যা : টাকাপয়সা সংক্রান্ত সমস্যা থাকলে তা বন্ধুর সাহায্যে দূর হবে। বন্ধুদের সঙ্গে পার্টি করার প্ল্যান করবেন। বরিষ্ঠ সদস্যদের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত সাহায্য নিতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

তুলা: পারিবারিক জীবনে সক্রিয় থাকবেন। সুখ সাধন বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরুর পরিকল্পনা করতে পারেন। আয় বাড়বে।

বৃশ্চিক : ছোটখাটো মুনাফা অর্জন করতে গিয়ে বড় লাভের সুযোগ হাতছাড়া করবেন না। নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ বাড়বে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।

ধনু : পরিবারে নতুন অতিথি আগমনের ফলে আনন্দে থাকবেন। সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন, কিন্তু তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর জন্য উপহার আনতে পারেন।

মকর : বাণী সৌম্যতার কারণে মান-সম্মান বাড়বে। সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পুরনো লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করবেন। সুখ-সমৃদ্ধির পাশাপাশি ব্যয় বৃদ্ধ হবে।

কুম্ভ : আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। তা না-হলে সমস্যা হতে পারে। লোক দেখানোর জন্য অধিক অর্থ ব্যয় করে বসবেন না। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো।

মীন: বড় লক্ষ্য অর্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে। আটকে থাকা কাজ সঠিক সময়ের মধ্যে পুরো করতে পারলে ভালো ফল লাভ করতে পারেন। কোনও দোটানা ছাড়া কাজে অগ্রসর হবেন।

FREE ACCESS

Related Articles