কলকাতা

পারদ পতন! ২৫-এর শুরুতেই বঙ্গে শীতের কামব্যাক

winter to make a comeback from new year

Truth Of Bengal: গোটা ডিসেম্বরে জাঁকিয়ে শীত অনুভর করল না বঙ্গবাসী। তবে, ২০২৪-এর শেষ দিনে নেমেছে পারদ। বছরের শেষ মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন মানুষজন। ইকো পার্ক থেকে নিকো পার্ক, সায়েন্স সিটি থেকে ভিক্টোরিয়া, সর্বত্রই উপচে পড়া ভিড়। জেলায় জেলায় যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সেখানেও জমিয়ে চলছে চড়ুইভাতি। তবে, নতুন বছরে আবহাওয়া কেমন থাকবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার ওলিতেগলিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, জানুয়ারির শুরু থেকেই দাপুটে কামব্যাক করবে শীত। দক্ষিণবঙ্গের আগামী কদিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। নতুন বছরের প্রথম দিনে ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ।
এবার সেভাবে শীত না পড়ার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলা ভিজেছে বৃষ্টিতে। তবে, ২৪-এর শেষ দিন পারদ পতন দেখল বাংলা। বছর শেষেই শীতের আমেজ ফিরেছে বঙ্গে। তবে, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

এদিকে, উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই কুয়াশার দাপট ছিল। তার প্রভাব পড়েছে দৃশ্যমানতাতে। পাহাড়ি পথে গাড়ির চালকদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়।

Related Articles