নির্মাণের সঙ্গে সঙ্গে কেন বেহাল রাস্তা, এবার যে পদক্ষেপ নিচ্ছে নবান্ন
Why is the road in bad condition with the construction, now the steps taken by Navanna

The Truth Of Bengal : জয় চক্রবর্তী, নবান্ন : রাজ্য সরকার রাস্তাঘাট বা সেতু তৈরি করছে কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিক না হওয়ার ফলে সমস্যা দেখা দিচ্ছে। এটি সরকারের পয়সার অপচয় হচ্ছে। গত মাসের প্রশাসনিক বৈঠকে উস্মা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণকারী সংস্থাকেই দায়িত্ব নিতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দেশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক বৈঠকের পর প্রথম রাজ্যের পঞ্চায়েত দপ্তর ‘মেইন্টেনেন্স সেল’ খুলতে চলেছে। দপ্তরের অধীনে বেশকিছু রাস্তা-সেতু রয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণের বিষয়কে মাথায় রেখেই এবং মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে নয়া ‘মেনটেনেন্সের সেল’। এই সেলের কাজ থাকবে___
- পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকা রাস্তা ও সেতুগুলির বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট
- যে রাস্তা বা সেতুগুলির আশু রক্ষণাবেক্ষণ প্রয়োজন তার ডিপিআর তৈরি করা
- দপ্তরের প্রধান সচিবের কাছে রিপোর্ট পেশ করবে এই সেল
- নির্মাণকারী সংস্থা কোন রাস্তা বা সেতু তৈরি করলে তার রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা তাও দেখবে
বিগত দু বছরে রাজ্যের পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩০ হাজার কিলোমিটার রাস্তায় তৈরি করেছে। তৈরি হয়েছে বেশ কিছু সেতু। সেগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে এই নয়া সের দেখভাল করবে।