কলকাতা
হুইপ জারির পরেও উপস্থিতি এত কম কেন? বৈঠকে বসবে শৃঙ্খলারক্ষা কমিটি
Why is attendance so low even after the whip was issued? Disciplinary committee to meet

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বিধানসভার বিধায়করা হাজিরা নিয়ে এবার করা অবস্থান নিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস তাদের বিধায়কদের জন্য হুইপ জারি করেছিল। সেখানে হাজিরা না দেওয়ায় চলতি সপ্তাহের শেষে তাদের ডেকে পাঠানোর নির্দেশ শৃঙ্খলা রক্ষা কমিটির। চলতি মাসের উনিশ এবং কুড়ি তারিখ অর্থাৎ, বিধানসভার অধিবেশনের শেষ দুদিন সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়কদের আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবুও শাসকদলের বিধায়কদের একাংশ বিধানসভায় এই দুদিন অনুপস্থিত ছিলেন। কেন এমন হল? জানার জন্যেই চলতি সপ্তাহের শেষেই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে শোনা হবে তাদের উত্তর। উত্তর সন্তোষজনক না হলে পদক্ষেপ করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।