‘বিকাশ ভট্টাচার্যকে নোবেল দেওয়া উচিত’, কেন বললেন মুখ্যমন্ত্রী?
Why did the Chief Minister say, 'Vikash Bhattacharya should be given the Nobel Prize'?

Truth Of Bengal: সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সকালে এসএসসি মামলার রায় দান হয়। সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের সাংবাদিক বৈঠক থেকে সিপিএম নেতা তথা আইনজীবি বিকাশ ভট্টাচার্যকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবার বিকাশ ভট্টাচার্যের জন্য নোবেল নমিনেশন দেওয়ার দরকার! মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিকাশ ভট্টাচার্য বৃহৎতম। তাঁর নোবেল পাওয়া উচিত। এই নিয়ে সুপারিশ করবো।
বৃহস্পতিবার নবান্নের বৈঠকে বিকাশ ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার ক্ষমতা যেখানে নেই সেখানে চাকরি কাড়বেন না। তার পরই বিকাশ ভট্টাচার্যকে নোবেল দেওয়ার কথা তোলেন তিনি।
এদিন বৈঠকে শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সিপিএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি ও সিপিএম মিলে এই কাজ করিয়েছে। সঙ্গে জানান, মানবিকভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ তিনি মেনে নিতে পারছেন না। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চায় ওরা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।