
The Truth of Bengal: মরশুমের শেষে শীতের আমেজ। দুদিনের ছোট্ট স্পেলে ফের ফিরল শীত। আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমবে। পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালে কুয়াশার দাপট ছিল।
তাপমাত্রাও কমবে খানিকটা। কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফের সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর থাকবে।
আগামী সপ্তাহ থেকেই বসন্তের আমেজ আসবে বাংলায়। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।