
The Truth of Bengal: সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত ছিল চার জেলায়। বাগদেবীর আরাধনার দিনে বৃষ্টি হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টি মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল থেকে মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে আবহাওয়ার মেজাজ বদলায় কি না, সেটাই দেখার।
তবে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।
মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিরাজ করছে। যার জেরে বাংলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতার কয়েকটি জায়গাতেও বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।