কলকাতারাজ্যের খবর

চড়ছে পারদ! সোমবার থেকে ফের হাওয়া বদল

Weather Update

The Truth of Bengal: ফের চড়ছে পারদ, ফিরছে অস্বস্তি। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গবাসী খানিকটা স্বস্তি পেলেও, আগামী তিনদিন পর থেকে বৃষ্টির পরিমাণ আরো কমবে। তবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপরের দিকের চার-পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস হাওয়া অফিসের (Alipore Weather Office)। মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।

সোমবারের পর তাপমাত্রা বাড়বে ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের তিন জেলায় কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সোমবার থেকে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বৃষ্টির সঙ্গে সঙ্গে রোদের খেলাও চলতে থাকবে আগামী কয়েক দিন। রাজ্যের তাপমাত্রা (Temperature) বাড়বে দুই থেকে চার ডিগ্রি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরে জুন মাসে ৩৮ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। যেহেতু চলতি বছর অপেক্ষকৃত দেরিতে প্রবেশ করেছে বর্ষা এবং অন্যান্য সময়ের থেকে কম নিম্নচাপ তৈরি হয়েছে সেই কারণেই বৃষ্টির এই ঘাটতি বলে মনে করা হচ্ছে।

Related Articles