নিম্নচাপের আগে মিলবে বঙ্গে স্বস্তি , আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
Weather Update

The Truth Of Bengal: এপ্রিলের শুরুতে তীব্র গরমের নাজেহাল হয়েছিল রাজ্যবাসী । এমন কি বিষ বেশ কিছুদিন তীব্র গরমের সতর্কতা জারিও ছিল। তবে বিগত কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, মোটের ওপরে শুষ্কই ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা । তবে রবিবার অর্থাৎ ছুটির দিনে বৃষ্টি নিয়ে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনও দেখতে পারবে রাজ্যবাসী।
হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে , সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পাতে সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ,সোমবার কালবৈশাখী ও হতে পারে দক্ষিণবঙ্গে । উল্লেখ্য , সোমবারের আগে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না-হলেও রবিবার তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাত হলেও, উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে পাশাপাশি তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।
এছাড়াও, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে।
বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে যার ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। সর্বোপরি এটাই বলা যায়, সপ্তাহের শুরুতেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।