কলকাতা

আজ আকাশ ঢাকতে পারে মেঘে! শনিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ

weather Update

The Truth of Bengal: জাঁকিয়ে বসছে শীত, চাদরের পর এবার কম্বলের নিচেই বেশি আরাম। কেমন কাটবে কলকাতার আজকের দিন? গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

শনিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ। দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দু-তিন দিনে। এরপর কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা-মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।

কলকাতায় সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। শীতের লম্বা স্পেল শেষের পথে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তাপমাত্রা একইরকম থাকবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা।

Related Articles