আজকের দিনেকলকাতা

শুরু হচ্ছে শীতের আমেজ! আবহাওয়ার বদল হচ্ছে মঙ্গলবার থেকে

Weather Update

The Truth Of Bengal : মঙ্গলবার থেকেই আবহাওয়া বদল। আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূলে। আগামী ২৪ ঘন্টায় সকাল সন্ধ্যাতে হালকা শীতের আমেজ। কিন্তু ভাইফোঁটাতে আবহাওয়া বদলের সম্ভাবনা। আপাতত মনোরম পরিবেশ; পরিষ্কার আকাশ| থাকছে হালকা শীতের আমেজ। মঙ্গল ও বুধবার আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ।  আগামী ২৪ ঘন্টায় জেলায় জেলায় পরিষ্কার আকাশ।

মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়া  জেলাতে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। কাল মঙ্গলবার থেকে হাওয়া বদল। বাড়বে রাতের তাপমাত্রা মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

FREE ACCESS

Related Articles