
The Truth of Bengal: বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। শীতের শুরু বাংলায়। ধীরে ধীরে নামবে পারদ। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী দু দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এই সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি নেমে যেতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
মঙ্গল বুধবার নাগাদ দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট চার জেলায়। আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নিচে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আজ সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ।
শীতের আমেজ অনেকটাই বাড়ল। আগামী তিন চার দিনে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে কলকাতার তাপমাত্রা। আজ ১৮ ডিগ্রির নিচে নামলো পারদ। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা। ৩-৫ ডিগ্রি নামতে পারে তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে।