ডিজিপি নিয়োগে নজিরবিহীন জট, রাজ্যের পাঠানো প্যানেল ফেরাল ইউপিএসসি
এই প্রেক্ষিতে UPSC রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে।
Truth Of Bengal: পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন প্রশাসনিক জটিলতা। রাজ্য সরকারের পাঠানো ডিজিপি প্যানেলের তালিকা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন । ফলে এই মুহূর্তে রাজ্যে কোনও স্থায়ী ডিজিপি নেই বলেই কার্যত স্পষ্ট।
বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন। তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। সূত্রের খবর, UPSC–র অল ইন্ডিয়া সার্ভিসেস শাখার ডিরেক্টর নন্দকিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছেন,বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা কমিশনের পক্ষে সম্ভব নয়। চিঠিতে সুপ্রিম কোর্টের ‘প্রকাশ সিং বনাম কেন্দ্র’ মামলার নির্দেশের উল্লেখ করে বলা হয়েছে, বর্তমান ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য রাজ্য সরকারকে UPSC–র কাছে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা মানা হয়নি বলেই কমিশনের অভিমত।
এই প্রেক্ষিতে UPSC রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে। ফলে ডিজিপি নিয়োগের বিষয়টি এখন আইনি জটিলতায় আটকে পড়েছে বলে প্রশাসনিক মহলে মত। ৩১ জানুয়ারির আগে এই সমস্যার সমাধান না হলে রাজ্যের শীর্ষ পুলিশ পদে নেতৃত্বের প্রশ্নে আরও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেই আশঙ্কা।






