বাড়িতে বিশ্বাস করে কাজেরলোক রাখছে? সাবধান! কাজে ঢোকার ১০ দিনের মধ্যেই আসল কাজ শুরু
Trusting at home keeps workers

The Truth of Bengal: কাজে ঢোকার ১০ দিনের মধ্যেই আসল কাজ শুরু। বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, পর্ণশ্রী থানার অধীনে ফকিরপাড়া রোডের এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান, কিছু দিন আগে তাঁর বাড়ি থেকে প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়নাগাটি এবং কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা চুরি করেছেন বাড়িতেই পরিচারিকা হিসাবে কর্মরত এক মহিলা, যিনি কাজে যোগ দিয়েছিলেন ৮ এপ্রিল, অর্থাৎ মাত্র ১০ দিন আগে।
পার্শ্ববর্তী বড়িশার সর্দারপাড়া এলাকার বাসিন্দা পরিচারিকা শম্পা রায়কে শুক্রবার ভোরেই গ্রেফতার করে পুলিশ , এবং তার বক্তব্যের ভিত্তিতে হরিদেবপুর থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া জিনিসপত্রের সিংহভাগই। উল্লেখ্য, চুরি হওয়া নগদ টাকার পরিমাণ ১০ হাজার নয়, ২৪ হাজারের কিছু বেশি। অভিযুক্তকে ২২ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।