
Truth Of Bengal: প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ার জেরে বর্তমান শিক্ষকদের বদলি স্থগিত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এই মর্মে স্কুল এডুকেশন দপ্তর থেকে জারি হয়েছে নির্দেশিকা। আপাতত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
শিক্ষক-শিক্ষিকাদের বদলি স্থগিত pic.twitter.com/1VCmL5mErF
— TOB DIGITAL (@DigitalTob) April 12, 2025
সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনিক স্তরে সারপ্লাস ট্রান্সফারের বদলি প্রত্যাহার করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আপাতত পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে রাজ্য সরকারের তরফে ‘সারপ্লাস ট্রান্সফার’-এর প্রক্রিয়া চালু করা হয়। আর এবার সেই প্রক্রিয়া প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। এর ফলে ‘সারপ্লাস ট্রান্সফার’-এর প্রক্রিয়ায় যাদের বদলি হয়েছিল তাদেরকে পুরনো কর্মস্থলেই ফেরানো হবে। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা এখন স্পষ্ট নয়।
বিকাশ ভবন সূত্রে খবর, প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির বাতিলের পর শিক্ষকদের নিয়ে নতুন করে কোনও আইনি জটিলতা চাইছে না সরকার। সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অনেক স্কুলেই নেই শিক্ষক – শিক্ষিকার। হয়তো পরিস্থিতি সামলাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।