কলকাতা

বাবুঘাটে সাধু সন্তদের ভিড়ে নজর কাড়ছেন ‘টফি বাবা’, সবাইকে দিচ্ছেন প্রসাদী লজেন্স

'Toffee Baba' attracts the attention of the crowd of saints at Babughat, giving prasadi lozenges to everyone

Truth Of Bengal: বাবুঘাটে এখন সাধুরা আসতে শুরু করেছেন। গন্তব্য একটাই, গঙ্গাসাগর। নানা ধরনের সাধুরা জমায়েত হচ্ছেন বাবুঘাটে। ১৪ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা। সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। আর সাধুসন্তদের কাছে গঙ্গাসাগর পরম তীর্থ। তাই মেলা শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই তাঁরা ভিড় জমাতে শুরু করেছেন বাবুঘাটে। এখান থেকেই তাঁরা পাড়ি দেবেন গঙ্গাসাগরের উদ্দেশে। এই সাধুদের ভিড়েই নজরে এল টফি বাবার। আশীর্বাদের পাশাপাশি প্রসাদী লজেন্স বিলিয়ে চলেছেন এই নজরকাড়া বাবা। বয়স হলেও, মনের দিক থেকে এখনও বেশ সতেজ।

প্রচলিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেই গঙ্গাসাগর উপলক্ষে ইতিমধ্যে বাবুঘাট চত্বরে আগমন ঘটছে সাধুসন্তদের। কখনও তাঁরা আসছেন দল বেঁধে, কখনও বা একাকী। তবে সাধুদের ভিড়ে নজর কাড়ছেন শনি মহারাজ ওরফে‘ট্রফি বাবা’। মানুষের কাছে তেমন বেশি প্রত্যাশা রাখেন না মহারাজ। তবে পথ চলতি সাধারণ মানুষ হোক কিংবা তাঁর দর্শনে যারা থমকে দাঁড়াচ্ছেন তাঁদের প্রত্যেকের হাতে অকাতরে প্রসাদ হিসাবে লজেন্স তুলে দিচ্ছেন।

এই মহারাজের বেশভূষা বেশ নাটকীয়। তাঁর দুই হাতের কব্জি থেকে শুরু করে কনুই পর্যন্ত শাখা-পলায় পরিপূর্ণ। দুই হাতের ১০টি আঙুলে একাধিক আংটির উপস্থিতি। নিঃসন্দেহে বাবাজি যে গ্রহ সচেতন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এখানেই শেষ নয়, বাবার গলায় রয়েছে বিভিন্ন রঙিন পাথরের মালা। যা মহামূল্যবান মন্ত্রসিদ্ধ করা বলে তিনি জানান।প্রতি বছরই গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাট চত্বরে তাঁর আগমন হবেই হবে, নিজেই জানালেন সেটা। কলকাতায় আসার সুবাদে প্রখ্যাত রাজনীতিবিদদের সঙ্গেও তার যোগাযোগের অভিজ্ঞতাও ভাগ করে নিলেন।তবে, বয়সের ভারে এখন আগের মতন তিনি সক্ষম নন। তবুও তিনি সর্বত্র ঘুরে বেড়ান, সাধনার তাগিদে।