কলকাতা
Trending

আর মাত্র দুটো দিন, তারপরেই বঙ্গবাসীর কপাল থেকে ঘুচবে স্বস্তির বৃষ্টি

Today's weather update of West Bengal

The Truth of Bengal:  বিগত কিছু সপ্তাহ আগেও রাজ্যবাসী বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ব্যাঙের বিয়ে দিচ্ছিল একটু বৃষ্টির আশায়। তাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই রাজ্য বৃষ্টির আবির্ভাব হয়েছে। এখন বৃষ্টিতে ভিজছে রাজ্যের প্রায় প্রতিটি জেলা। রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি ছিলই। দিন কয়েক আগে তাপমাত্রা যে হারে বেড়েছিল তাতে নাজেহাল অবস্থা ছিল রাজ্যবাসীর। আবহাওয়া দফতর তরফে জানানো হয়ছে, রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই মরশুমে গরম আরও দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন আবহবিদরা, সময়ের আগে বর্ষার আগমন ঘটতে পারে বলেও পূর্বাভাস করছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে তার ফলে রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে দুই পরগনা সহ বীরভূম, মুর্শিদাবাদ ,নদীয়া, দুই মেদিনীপুরেও। সামনের সপ্তাহের সোমবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ারর সম্ভাবনা রয়েছে। সময়ের সাথে বাড়তে পারে তাপমাত্রাও। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়ছে হাওড়াতেও। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন আবহবিদরা। বৃষ্টির ফলে যে স্বস্তি মিলেছে রাজ্যবাসীর তা বলাই যায়।

Related Articles