
The Truth Of Bengal : সকাল থেকেই আকাশের মুখ ভার। ভরা বসন্তে বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসি । আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে বুধবার উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। তাই চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু’দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে কলকাতাবাসী আবার শীত-শীত ভাব অনুভব করবেন। এ ছাড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়াও, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি , ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে ।ইতিমধ্যে , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষজনের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।
Free Access