কলকাতা
বিচার পায়নি তিলোত্তমা, সিজিও কমপ্লেক্স ঘেরাও-এর ডাক মহিলা সংগঠনের
Tilottama did not get justice, women's organization calls for siege of CGO complex

Truth Of Bengal: দেখতে দেখতে পার হতে চলল প্রায় ৯০ দিন। কিন্তু এখনো বিচার পায়নি আর জি কর হাসপাতালে নিহত তিলোত্তমা। সেই আবহে আবারো পথে নামলো ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ সংগঠন। এবার তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও-এর আহ্বান জানিয়েছে। চৌঠা নভেম্বর সোমবার দুপুর একটাই তারা সল্টলেক করুনাময়ী থেকে এই কর্মসূচি শুরু করে। তারা শ্লোগান তুলেছে, ‘অভয়ার মৃত্যুর প্রায় ৯০ দিন, চার্জশিটেতে বাকি অপরাধীদের নাম দিন’।
বিচার পায়নি তিলোত্তমা, সিজিও কমপ্লেক্স ঘেরাও-এর ডাক মহিলা সংগঠনের#kolkata #RGKar pic.twitter.com/lygH1NRoAB
— TOB DIGITAL (@DigitalTob) November 4, 2024