কলকাতা

চা বাগান নিয়ে অপপ্রচার চলছে, চা উৎপাদনের জমি বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে না

There is misinformation about tea gardens, tea production land is not being used for commercial purposes

Truth Of Bengal: চা বাগান নিয়ে রাজ্য সরকারের কাজের অপপ্রচার চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ভূতুড়ে রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে বলে নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন তিনি। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, চা বলয়ে কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

সেই লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য টি-ট্যুরিজম গড়ে তোলা। যেসব চা বাগান বছরের পর বছর বন্ধ হয়ে রয়েছে, কোন কাজ হয় না এরকম ছ’টি বাগানকে লিজ নেওয়া হচ্ছে। প্রথমে তিন বছরের জন্য লিজ নিয়ে টি-ট্যুরিজম গড়ে তোলা হবে। পরবর্তীতে ৩০ বছরের জন্য লিজ নেওয়া হবে। এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ছয়টি ধুঁকতে থাকা চা বাগানকে তিন বছরের জন্য লিজ নেওয়া হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট করে জানিয়ে দেন, চা বাগানে জমি আইন একই আছে।যেখানে চা উৎপাদন হয় সেখানে কিছু করা হবে না। চা এর কৃষি ভূমির সঙ্গে কোন আপোষ নয়। বন্ধ চা বাগানে জমি পাট্টা দেওয়া হয়েছে। ছয়টি ধুঁকতে থাকা চা বাগানকে তিন বছরের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরে ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে।লিজ দেওয়ার ফলে শ্রমিকদের মাইনে জট কাটবে। অনেক বন্ধ চা বাগানে না হয় চা, না হয় কোন কাজ। যে জমিতে চা উৎপাদন হয় না সেই জমিতে হবে কাজ। যেখানে চা উৎপাদন হয় সেখানে কাজ হবে না। পরিতক্ত চা বাগানে হবে টি ট্যুরিজম। পড়ে থাকা চায়ের জমিতে বাণিজ্যিক কাজ হবে। চা বলয়কে ঘিরে স্থানীয়দের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles