“বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, এপার বাংলার মানুষ শঙ্কিত”, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
"There is an attempt to create Bangladesh, the people of West Bengal are worried", Dilip Ghosh's explosive comment

Truth Of Bengal: বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। বুধবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশ পরিস্থিতি, অর্জুন সিংয়ের গ্রেফতারি পরোয়ানা, রামনবমী উদযাপন ও পুলিশের ভূমিকা নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন।
দিলীপ ঘোষের মতে, পশ্চিমবঙ্গকে “বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে।” তিনি দাবি করেন, ওপার বাংলার পরিস্থিতি দেখে এপার বাংলার মানুষ শঙ্কিত। রামনবমীর শোভাযাত্রা এখন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে এবং কেউ আটকানোর চেষ্টা করলে মানুষ প্রতিবাদ জানাবে।
পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা, বিস্ফোরক মন্তব্য দিলিপের pic.twitter.com/Djt5IAlMKP
— TOB DIGITAL (@DigitalTob) April 2, 2025
বিজেপিতে যোগদানের পর থেকেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “অর্জুন সিংকে নিজের অবস্থান ঠিক করতে হবে। কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। তাঁর নামে বহু মামলা রয়েছে, কিন্তু বিজেপি তাঁর পাশে থাকবে।”
দিলীপ ঘোষের দাবি, রাম মন্দির আন্দোলনের পর থেকে রামনবমীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “হিন্দু বিরোধী রাজনীতি যারা করছে, তারা ভীত। তারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু এর ফলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে।”
তিনি পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন, “বাংলার পুলিশ বাহিনী ছোট, তাই আরও নিয়োগ করা দরকার। হিন্দু সম্প্রদায় জানে কীভাবে শৃঙ্খলার সঙ্গে উৎসব পালন করতে হয়। অহেতুক টেনশন তৈরির চেষ্টা চলছে।”
দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসকদল থেকে পাল্টা সমালোচনা আসতে পারে বলে মনে করা হচ্ছে। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে উত্তেজনা কতটা বাড়ে, তা এখন দেখার বিষয়।