কলকাতা

আজ থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু

Assembly winter session

The Truth of Bengal: আজ বিধানসভার অধিবেশন শুরু হবে প্রশ্নোত্তর পর্ব দিয়ে। এরপর মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ করার জন্য অধিবেশন বসবে। বিজেপি বিধায়কেরা এই বিল বাতিলের দাবিতে বিক্ষোভ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না চলাকালীন বিজেপি বিধায়কেরা অভব্য আচরণ করে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে অভিযোগ। আজ সেই ঘটনার রেশ অধিবেশনে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না চলার সময় বিজেপি বিধায়কেরা অভব্য আচরণ করেন বলে অভিযোগ।

তৃণমূল পরিষদীয় দল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ দায়ের করেছে।আজকের অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপি বিধায়কেরা জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগের পাশাপাশি মন্ত্রীদের বেতন বৃদ্ধি বিলের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারেন।

Related Articles