কলকাতা

সুরক্ষা-পরিদর্শন বাড়তে পারে মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবার পরিসর

The range of services on the Metro's Orange Line may increase security-inspection

The Truth of Bengal: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবার পরিসর আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার পর পর দু’দিন হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়) থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ পরিদর্শন করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। যাত্রী পরিবহণ শুরু হয়েছে কয়েকদিন হল। তারই মধ্যে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি’র পরিদর্শনে আশা করা হচ্ছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবার পরিসর আরও বাড়তে পারে।

কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ৫.৮ কিলোমিটার পথে যাত্রী পরিষেবা শুরু হয়েছে গত ১৫ মার্চ। এই অরেঞ্জ লাইনটি প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ। যে লাইনের শুরু নিউ গড়িয়ায়। শেষ হচ্ছে কলকাতা বিমানবন্দরে। অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অংশে এক বছর আগেই যাত্রী পরিবহণের জন্য পুরোপুরি তৈরি ছিল। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সঙ্কেত না মেলায় যাত্রী পরিষেবা শুরু হয়নি। শেষ পর্যন্ত অরেঞ্জ লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দু’সপ্তাহের মাথায় ফের সেই লাইনের অন্য চার স্টেশন পরিদর্শন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি’র।

চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ওই চারটি স্টেশনের এন্ট্রি এবং এক্সিট গেট, এএফসি-পিসি গেটস, টিকিট সিস্টেম, এসক্যালেটর, লিফট, ডিসপ্লে বোর্ড, ফায়ার ডিটেকশন সহ যাত্রী সুবিধার সবকিছু খতিয়ে দেখেন। স্টেশন কন্ট্রোল রুম, ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম, সিগন্যাল ইক্যুইপমেন্ট রুম, বুকিং কাউন্টার পরিদর্শন করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বেলেঘাটা, বরুণ সেনগুপ্ত, ঋত্বিক ঘটক এবং ভিআইপি বাজার স্টেশন এবং মেট্রো রেলওয়ে এবং রেল বিকাশ নিগম লিমিটেড-এর আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। পরিদর্শনের সবকিছু দেখে সন্তোষ প্রকাশ করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ।