জলাশয় ভরাটের গাড়ি ধরলেন খোদ মেয়র,পুলিশ কমিশনার কে ব্যবস্থা গ্রহণের আবেদন
The mayor himself caught the tank filling car, requested the police commissioner to take action

The Truth Of Bengal: জলাশয় ভরাটের গাড়ি ধরলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।মাঝেরহাট ব্রিজে গাড়ি আটকালেন ফিরহাদ।
জানা যাচ্ছে, চেতলার বাড়ি থেকে বের হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যখন তিনি বড় ষোলতে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছিলেন তখনই রাস্তায় বিষয়টি নজরে পড়ে মেয়র ফিরহাদ হাকিমের। তিনি লক্ষ্য করেন কিছু পুরোতন গাড়ি যার নম্বর প্লেট সঠিক বলে তার মনে হয়নি এবং পলিউশন সার্টিফিকেট ও নেই বলে মেয়রের মনে হয়। এরপরেই তিনি তার সিকিউরিটিদের নিয়ে রাস্তায় গাড়িগুলিকে দাড় করান এবং সিকিউরিটিতে মাধ্যমে গাড়ির কাগজপত্র কোথায় মাল নিয়ে যাওয়া হচ্ছে তা জিজ্ঞাসাবাদ করেন। এ সময়ই কথাবার্তা শুনে তার সন্দেহ হয় এবং তিনি নিকটবর্তী পুলিশ স্টেশনে ফোন করে বিষয়টি জানান।
কিভাবে কলকাতা পুলিশের নাকের ডগা দিয়ে এই ধরনের অবৈধভাবে রাবিশ বোঝাই ট্রাক যাতায়াত করছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উপরে দিলেন কলকাতা পৌরসভা ফিরহাদ হাকিম।একা কলকাতা পৌর সংস্থার পক্ষ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় পুকুর ভরাট নিয়ে বার বার চিঠি দিয়ে লাভ হচ্ছে না অভিযোগ মেয়রের।পুলিশ কমিশনার কে আবার ব্যাবস্থা গ্রহণ করার আবেদন মেয়রের।
Free Access