কলকাতা
Trending

গড়িয়ায় বন্ধ ফ্ল্যাট থেকে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের…

The hanging bodies of three people were recovered from a closed flat in Garia, the initial assumption of the police is that it was suicide

The Truth Of Bengal: গড়িয়া স্টেশন এলাকায়  তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার।ফ্ল্যাট থেকে সপুত্র-দম্পতির দেহ উদ্ধার। ফ্ল্যাট থেকে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।গড়িয়া স্টেশন এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন, তারপরেই দরজা ভেঙে দেখা যায়, ঝুলছেন মা, বাবা এবং তাঁদের ছেলে। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

গড়িয়া স্টেশন এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার। পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, ঝুলছেন মা, বাবা এবং তাঁদের বছর উনচল্লিশের ছেলে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন পুরো পরিবার। বুধবার সকাল থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, মৃত্যু হয়েছে অপর্ণা মৈত্র , তাঁর স্বামী স্বপন মৈত্র এবং তাঁদের ছেলে সুমনরাজ মৈত্রের। স্বপন পেশায় ইঞ্জিনিয়র ছিলেন বলে জানা যাচ্ছে।

স্থানীয়রা আরও জানাচ্ছেন, গত তিন দিন ধরে মৈত্র পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, তিনটি আলাদা জায়গায় তিন জনের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত সেখান থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে কী কারণে মৃত্যু তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

Free Access

Related Articles