কলকাতা

সেপটিক ট্যাঙ্কে মিলল নিহত সাংসদের খণ্ডিত দেহাংশ

The dismembered body of the slain MP was found in the septic tank

The Truth of bengal: কলকাতায় খুন হওয়া বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত ‘দেহাংশ’ উদ্ধার হয়েছে। নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস আবাসনের যে ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছিলেন, সেই ভবনের সেপটিক ট্যাঙ্কে এই দেহাংশ মিলেছে বলে জানা যাচ্ছে। আবাসনে পুলিশ ও বাংলাদেশের গোয়েন্দা পুলিশ অনুসন্ধান চালায়। সেপটিক ট্যাঙ্কে খোঁজ করা হচ্ছিল আনারের দেহাংশ। সেখান থেকে মেলে নিহত এমপি-র দেহাংশ।

জানা যাচ্ছে, মঙ্গলবার তল্লাশিতে এখন পর্যন্ত ওই সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশের মাংস উদ্ধার হয়েছে। পুলশি সূত্রে জানা গিয়েছে, যে মাংসের টুকরো পাওয়া গিয়েছে, তার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে তা এমপি আনারের দেহাংশ কিনা।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাঁকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনস আবাসনে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এই খুনের ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬জন গ্রেফতার হলেও মূলচক্রী আখতারুজ্জামান শাহিন আমেরিকায় পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles